'কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। ' #ইফিষীয় 2:8
ঈশ্বরের কাছ থেকে সবচেয়ে বড় পুরষ্কার কেউ যদি আশা করে তা হবে “পরিত্রাণ”। খ্রীষ্টীয় পরিত্রাণ হচ্ছে পাপের শাস্তি, কলুষতা ও পাপের শক্তি, পাপের দাসত্ব ও অনন্তকালীন ক্রে।ধ থেকে উদ্ধার। এই পরিত্রাণ অনন্তকালীন নরক ও শাস্তি থেকে উদ্ধার বা মুক্তি । যদি আরও পরিষ্কার বলতে হয়, তা হলো ঈশ্বরের সাথে মিলিত হওয়া এবং তাঁর সাথে চিরদিন বাস করা। আসুন আমরা ঈশ্বরের বাক্যের আলোকে এর মর্মাথ অনুধাবন করি।
মানুষের প্রকৃত অবস্থা: সৃষ্টির শুরুতে ঈশ্বর প্রথম মানব আদম ও হবাকে সত্যের ধার্মিকতা ও পবিত্রতা দিয়ে সৃষ্টি করেছিলেন (#ইফিষীয় ৪:২৪)। বস্তুত ঈশ্বর এক মানব থেকে সমস্ত মানবকূল সৃষ্টি করেছিলেন (#প্রেরিত ১৭:২৬)। ঈশ্বর আদম ও হবাকে সমস্ত আশীর্বাদ দিয়ে এদন বাগানে রেখেছিলেন। ঈশ্বর দেয় সমস্ত আশীর্বাদ উপভোগ করার একটাই শর্ত ছিল যেন বাগানের মধ্যস্থিত সদ্সদ্ জ্ঞান দায়ক বৃক্ষের ফল তারা যেন না খায়। ঈশ্বর তাদেরকে সাবধান করে দিয়েছিলেন, “যদি তুমি সেই বৃক্ষের ফল খাও , তোমার মৃত্যু হবে।” (#আদি ২:১৭)। কিন্তু আদম ও হবা ঈশ্বরের বাক্যের অবাধ্য হলো ও পাপে পতিত হলো। তাদের অবাধ্যতার কারণে জগতে পাপ প্রবেশ করেছে। এ সম্পর্কে বাইবেল বলে, “অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ, ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল; আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল।” (#রোমীয় ৫:১২)। তাই পবিত্র ঈশ্বর নিশ্বঃষিত বাক্য (বাইবেল) আমাদের কাছে পরিষ্কার করে যে, সবাই পাপ করেছে এবং সবাই ঈশ্বরের ক্রোধের অধীনে রয়েছে। ফলশ্রতিতে প্রতিটি মানুষই অনন্তকালীন নরকে থাকার শাস্তি ঈশ্বর কর্তৃক ঘোষিত হয়েছে। কিন্তু পাপী মানুষ ঈশ্বরকে সন্তষ্ট করার জন্যে সমস্ত কিছু ব্যয় করার চেষ্টা করে যেন ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারে। উদারহণ স্বরূপ বলা যায় , মানুষের সাহায্য করে, গরীব-দুঃখীদের পাশে থেকে, দান করে, তীর্থ করে, কৃচছ-সাধন করে, পবিত্র ¯স্হানে গমণ করে, গীর্জা বা মন্দিরে অবস্থান করে, উপবাস করে, প্রার্থনা সহ বিভিন্ন উপায়ে ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরী করার চেষ্টা করে ও ক্ষমা পাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের সৎ কাজ সম্পর্কে পবিত্র বাইবেল বলে, “এমন কি আমাদের ভাল কাজও অশুদ্ধ” (#যিশাইয় ৬৪:৬ পদ)। অর্থাৎ আমাদের ভাল কাজে স্বার্থপরতা, ভন্ডামী, লাভ-লোকসান ও অন্য উদ্দেশ্য লুকায়িত থাকে।
ঈশ্বরের মুক্তির পরিকল্পনা: অন্যদিকে, ঈশ্বর মানব জাতির পাপের সমাধান করেছেন যেন পাপী মানুষ পাপের ক্ষমা লাভ করে ঈশ্বরের সাথে অনন্ত জীবন ধরে থাকতে পারে। পাপের ক্ষমা দেওয়ার জন্য ঈশ্বর বলিদান প্রথা তৈরী করেছিলেন কেননা রক্ত সেচন ব্যতিরেকে পাপের ক্ষমা হয় না।( #ইব্রীয় 9:22)
পূর্বকালে ঈশ্বর পশু বলিদানের ব্যবস্থা করেছিলেন যেন উৎসর্গকৃত রক্তের মধ্য দিয়ে পাপের প্রায়শ্চিত্ত হয়। পশু বলিদান ছিল সেই ব্যবস্থা । কিন্তু কালের পরিনামে ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রীষ্ট তাঁর নিজের রক্ত দিয়ে অনন্তকালীন ক্ষমা পাবার ব্যবস্থা করেছেন। কালভেরী ক্রুশে খ্রীষ্ট যীশু পাপী মানুষের জন্য যে বলিদান হয়েছিলেন তা, তিনি তাঁর পিতা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য প্রমাণ দিয়েছেন খ্রীষ্টের মৃত্যুর পর পুনরুত্থানের মধ্য দিয়ে। সেইহেতু খ্রীষ্ট যীশুর মৃত্যু থেকে পুনরুত্থান পাপী মানুষের ঈশ্বর দেয় ধার্মিকতা, ক্ষমা, বিশ্বাসীদের দৈহিক পুনরুত্থান ও অনন্ত জীবনের নিশ্চয়তা । আমাদের অনুধাবন করা উচিত যে আমাদের পাপের মলিনতা ঈশ্বরের সাথে বিচ্ছেদ ঘটায়, শত্রু া জন্মায় ও সর্বশেষে অনন্তকালীন নরকের শাস্তির দিকে নিয়ে যায়। আমাদের এই পাপ অবস্থা নিয়ে সত্য ঈশ্বরের সাথে নিজের সৎকাজ, বুদ্ধি, আরাধনা দিয়ে ঈশ্বরের সাথে সম্পর্ক ¯স্হাপণ করা সম্ভব নয়।
তবে আমাদের এই আত্মিক শূন্যতা খ্রীষ্ট যীশুই সমাধান করেছেন। ঈশ্বর তাঁর সর্বোচ্চ ভালবাসা দেখিয়েছেন তাঁর পুত্র যীশুকে প্রেরণ করে যেন তিনি পাপী মানুষের ¯ জন্যে ক্রুশে মরতে পারেন। পাপীর যে শাস্তি পাওয়ার কথা ছিল তা, খ্রীষ্ট যীশু স্বেচছায় গ্রহণ করেছেন (#যোহন ৩:১৬, #রোমীয় ৫:৮ পদ)। তাঁর এই মহৎ কাজ ও ত ্যাগের জন্য আমাদের নম্রতায় অনুধাবন করা উচিত যে আমরা পাপী, আমাদের পাপের সমাধান নিজে করতে পারি না, তাই ঈশ্বর দেয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাঁর দেওয়া ব্যবস্থা হচ্ছে, পাপের অনুতাপ করে খ্রীষ্ট যীশুকে নিজের ব্যক্তিগত ত্রাণকর্তা ও প্রভু হিসাবে গ্রহণ করা। কারণ প্রভুর বাক্য বলে, “যে কেউ যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস করে সে পাপের শাস্তি থেকে রেহাই পায়” (#প্রেরিত ১৩:৩৯)। বাইবেল আরও বলে, “সব ভাববাদীরাই তাঁর বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছেন যে, তাঁর (যীশু খ্রীষ্ট) উপরে যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে তাঁর গুণে পাপের ক্ষমা পায়।” (#প্রেরিত ১০:৪৩)। আপনার পরিত্রাণ প্রভুর দাস সাধু পৌল এভাবে নিশ্চিত করেছেন, “যদি তুমি যীশুকে প্রভু বলে মুখে স্বীকার কর এবং অন্তরে বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে।” (#রোমীয় ১০:৯)।
আজ এই মুহুর্ত্তে তাঁর প্রদত্ত অনুগ্রহ অনুসারে আপনি ব্যক্তিগতভাবে খ্রীষ্ট যীশুকে বিশ্বাসে গ্রহণ করে পাপের ক্ষমা লাভ করে অনন্ত জীবনের অধিকারী হতে পারেন। তাই আর দেরি কেন ?