top of page

"কিন্তু তোমাদের হৃদয়মধ্যে খ্রীষ্টকেই প্রভু বলে পবিত্র করে মানো। তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে, তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো। কিন্তু তা কোমলতা ও শ্রদ্ধার সঙ্গে কোরো"1 পিতর ৩:১৫

একমাত্র সত্যের লক্ষ্য হল খ্রিস্টান বিশ্বাসের প্রতিরক্ষার জন্য শিক্ষামূলক সংস্থান সরবরাহ করা, বিশ্বাসীদের বিশ্বাসকে শক্তিশালী করা এবং অন্যান্য বিশ্বদর্শনগুলির প্রশ্ন ও চ্যালেঞ্জগুলির জবাব দেওয়া। আমরা আশা করি আপনি খ্রিস্টান ও বাইবেলের সত্যতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের লেখাগুলি সাবধানতার সাথে অধ্যয়ন এবং পরীক্ষা করবেন।

'বিরয়াবাসীরা থিষলনিকার ইহুদিদের চেয়ে উদারচরিত্রের মানুষ ছিল, কারণ তারা ভীষণ আগ্রহের সঙ্গে সুসমাচার গ্রহণ করেছিল। পৌল যা বলছিলেন, তা প্রকৃতই সত্য কি না, তা জানবার জন্য তারা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করে দেখত। অতএব, অনেক ইহুদি বিশ্বাস করল, বেশ কিছু বিশিষ্ট গ্রিক মহিলা ও অনেক গ্রিক পুরুষও বিশ্বাস করলেন। ' প্রেরিত ১৭:১১-১২

আমরা আশা করি, আমাদের পাঠকরা বিরয়াবাসীর মতো হোন। আমরা চাই আমাদের খ্রিস্টান ভাই-বোনেরা খ্রিস্টান ধর্ম সম্পর্কে তাদের দৃঢ় বিশ্বাস গড়ে তুলুক: কারণ এটি সত্য।

bottom of page