বড়দিনের আধ্যাত্মিক বার্তা: গীতসংহিতা ২:১-১২ এর অন্তর্দৃষ্টি
- সত্য অন্বেষী
- Dec 21, 2024
- 2 min read
গীতসংহিতা ২:১-১২ পদ
“জাতিগণ কেন কলহ করে? লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে? পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে, সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাঁহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে; [বলে,] ‘আইস, আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি।’
যিনি স্বর্গে উপবিষ্ট, তিনি হাস্য করিবেন; প্রভু তাহাদিগকে বিদ্রূপ করিবেন। তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিগকে বিহ্বল করিবেন। আমিই আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়োন-পর্ব্বতে।
আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব; সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। আমার নিকটে যাচ্ঞা কর, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব। তুমি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙ্গিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে।
অতএব এখন, রাজগণ! বিবেচক হও; পৃথিবীর বিচারকগণ! শাসন গ্রাহ্য কর। তোমার সভয়ে সদাপ্রভুর আরাধনা কর, সকম্পে উল্লাস কর। পুত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইবে। ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার শরণাপন্ন।”
ব্যাখ্যা
আজকের পবিত্র দিনে আমরা গীতসংহিতা ২:১-১২ পদগুলির গভীর তাৎপর্য নিয়ে চিন্তা করব এবং বড়দিনের আধ্যাত্মিক বার্তার সাথে এর সংযোগ বুঝতে চেষ্টা করব।
এই পদগুলিতে ঈশ্বরের সার্বভৌমত্বের ঘোষণা এবং তাঁর নিযুক্ত রাজার শাসনকে উদযাপন করা হয়েছে। বড়দিনে আমরা এমন একজন রাজার জন্ম উদযাপন করি, যিনি সমগ্র বিশ্বের রাজা।
গীতসংহিতা ২:১-১২ এর মূল বিষয়
১. জাতিগণের বিদ্রোহ
জাতিগণ ঈশ্বরের নিযুক্ত রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যা ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনার বিরুদ্ধে তাদের বিদ্রোহকে চিত্রিত করে।
২. ঈশ্বরের হাস্য এবং ক্রোধ
ঈশ্বর তাদের বিদ্রোহকে হাস্যরসের সাথে গ্রহণ করেন এবং তাঁদের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেন।
৩. ঈশ্বরের নিযুক্ত রাজা
ঈশ্বর তাঁর নিজের পুত্রকে রাজা হিসেবে নিযুক্ত করেছেন এবং তাঁকে সমস্ত জাতির উপর শাসন করার ক্ষমতা দিয়েছেন।
৪. রাজাদের প্রতি আহ্বান
রাজাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ঈশ্বরের সেবায় নিজেদের সমর্পণ করে।
বড়দিনের সাথে সম্পর্ক
১. ঈশ্বরের পুত্রের জন্ম
বড়দিনে আমরা ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্টের জন্ম উদযাপন করি। গীতসংহিতা ২:৭-এ উল্লেখ করা হয়েছে, “তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি।” এটি যীশুর উপর নির্দেশ করে।
২. সমগ্র বিশ্বের রাজা
যীশু খ্রীষ্ট সমগ্র বিশ্বের রাজা। তিনি মানবজাতির পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থান লাভ করেছেন।
৩. রাজাদের আজ্ঞাকারিতা
গীতসংহিতার এই পদগুলি রাজাদের আহ্বান জানায় যেন তারা ঈশ্বরের সেবায় নিজেদের সমর্পণ করে। আমরাও যীশুর রাজত্বে নিজেদের সমর্পণ করার জন্য আহ্বানিত।
প্রয়োগ
গীতসংহিতা ২:১-১২ পদগুলি বড়দিনের বার্তার সাথে গভীরভাবে সংযুক্ত। এগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যীশু খ্রীষ্টই সমগ্র বিশ্বের রাজা এবং তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শাসন করেন। বড়দিনে আমরা তাঁর রাজত্বে নিজেদের সমর্পণ করার প্রতিজ্ঞা করি।
আহ্বান
আজকের দিনে আমরা যীশু খ্রীষ্টকে আমাদের হৃদয়ের রাজা হিসেবে গ্রহণ করার জন্য আহ্বানিত। আসুন আমরা তাঁর আজ্ঞা পালন করি এবং তাঁর রাজ্যের জন্য কাজ করি।
প্রার্থনা
হে স্বর্গীয় পিতা,
আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার পুত্র যীশু খ্রীষ্টকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা তাঁকে আমাদের হৃদয়ের রাজা হিসেবে গ্রহণ করি এবং তাঁর রাজত্বে নিজেদের সমর্পণ করি। আমাদেরকে তাঁর সেবা করার জন্য শক্তি দিন।
আমিন।
Kickstart your programming journey with the best Python training in Pune. Learn from experienced industry professionals through practical sessions, real-world projects, and personalized guidance. Whether you're a beginner or looking to upskill, this course is designed to help you build a strong foundation in Python and boost your career in tech.
Ethical Hacking Training in Pune offers hands-on learning in cybersecurity, focusing on penetration testing, network security, and ethical hacking techniques. This course equips students with the skills to identify vulnerabilities and protect systems from cyber threats, making it ideal for aspiring cybersecurity professionals.