বর্তমানে বিভিন্ন ভ্রান্ত দল যারা এরিয়াসের শিক্ষা ধারণ করেন তারা খ্রীষ্টের ঈশ্বরত্তের প্রকৃতি খর্ব করার বৃথা চেষ্টা করেন। তাদের অনেকেই বিশেষ করে প্রভু যীশুর বাণী , "পিতা আমা অপেক্ষা মহান্" বাক্যটি twist বা ভাঁজ দিয়ে শিক্ষা দেয় । আমরা আজকে দেখব প্রভু যীশুর এই মুখনিঃসৃত বাক্যটি দ্বারা যীশু কি বুঝাতে চেয়েছেন । তৃতীয় শতাব্দীর ভ্রান্ত শিক্ষক এরিয়াস( Arius,Arianism) খ্রীষ্টের ঈশ্বরত্ব বিষয়ে বিতর্ক করেছিলেন যে , খ্রীষ্ট পিতা ঈশ্বরের থেকে ক্ষুদ্র ( Less than Father) ।কিন্তু মন্ডলীর যারা পিতা ( Church Fathers) তাঁরা শক্ত ভাবে তার শিক্ষার বিপক্ষে দাঁড়ান এবং ৩২৫ খ্রীষ্টাব্দে আন্তখিয়ার সিনডে তার শিক্ষাকে দোষী সাব্যস্ত করা হয়।
প্রকৃতপক্ষে খ্রীষ্ট যখন মানবিক স্বভাব গ্রহণ করেছেন তখন তিনি নিজেকে নত করেছেন
প্রকৃতপক্ষে খ্রীষ্ট যখন মানবিক স্বভাব গ্রহণ করেছেন তখন তিনি নিজেকে নত করেছেন । খ্রীষ্টের মানব দেহ গ্রহণের সময় খ্রীষ্ট পিতার অধীনস্থ ছিলেন । আমরা যদি প্রভু যীশুর এই বাক্য বুঝতে চাই , তাহলে অবশ্যই যোহন ১০:৩০ পদের আলোকে বুঝতে হবে। (আমি ও পিতা, আমরা এক।) যেখানে তিনি নিজে পিতার সাথে সমমর্যাদার দাবীর কথা বলেছেন । বাক্যের মর্মার্থ: ============ এরিয়াস যেভাবে শিক্ষা দিতেন তা হল যীশু সৃষ্ট, কিন্তু প্রেরিত যোহন সেভাবে বলেননি । তিনি এই অংশে মানব খ্রীষ্টের পৃথিবী থেকে পিতার কাছে যাওয়ার কথা বলেছেন ।
এ প্রসঙ্গে বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ জন কেলভিন ( John Calvin) বলেন, " For Christ is not speaking here either of His human nature or of His eternal divinity, but for the sake of our weakness interposed Himself between God and us " ( খ্রীষ্ট এখানে তাঁর মানবিক স্বভাব বা ঈশ্বরত্ত্ব নিয়ে কথা বলেননি কিন্তু আমাদের দুর্বলতার জন্য ঈশ্বর ও আমাদের মধ্যে তিনি মধ্যস্থতা করেন) যীশু এ পদে আরও বলেছেন যে শিষ্যদের আনন্দ করা উচিত কারণ তিনি পিতার কাছে স্বর্গে যাচ্ছেন। প্রকৃত ভালবাসাই তা বুঝতে সাহায্য করবে । অধিকন্তু, John Calvin আরও বলেন , "In these words He shows , not in what respect He differes in Himself from the Father, but why He descended to us ; which was , to unite us to God." (এই কথাগুলোতে খ্রীষ্ট দেখিয়েছেন , পিতার কাছ থেকে তিনি নিজে কোন পার্থক্য করেন না, কিন্তু তিনি আমাদের কাছে কেন এসেছেন, যার কারণ ছিল আমাদেরকে ঈশ্বরের সাথে একত্রিত করা। ) আরও পরিষ্কার করে বলতে গেলে খ্রীষ্ট এখানে পিতা ঈশ্বরের সাথে নিজের ঈশ্বরত্ত্বের তুলনা করেনি বা তাঁর মানবিক স্বভাবের সাথে পিতার ঈশ্বরত্বের সাথে তুলনা করেনি কিন্তু তাঁর বর্তমান অবস্থা ও তাঁর স্বর্গীয় মহিমা যা তিনি পুনরায় পেতে যাচ্ছেন । যীশু তাঁর মহাযাজকীয় প্রার্থনায় বলেছেন, "আর এক্ষণে, হে পিতঃ, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত কর।" ( #যোহন ১৭ :৫)। খ্রীষ্ট যোহন ১৪: ২৮ পদে আরও যে শিক্ষা দিয়েছেন তা হল শিষ্যরা যীশুকে এ পৃথিবীতেই রাখতে আকাঙ্ক্ষা করেছেন কিন্তু তিনি তাদের বুঝিয়েছেন যে এখানে থাকার চেয়ে স্বর্গে যাওয়া উত্তম । ( John Calvin ) অন্যদিকে Jehovah Witness দল এই পদটি ব্যবহার করে যীশু ঈশ্বরের চেয়ে ছোট ( inferor to God)। তাদের উত্তর দিতে গিয়ে Dr. Pat Zukeran বলেছেন যা অনেকের প্রশ্নের উত্তর হতে পারে । তিনি এ পদ সম্পর্কে বলেছেন এভাবে, " আমা অপেক্ষা মহান্" এখানে "অপেক্ষা মহান" ( greater) শব্দটি প্রকৃতি( nature) নয় কিন্তু পদকে( position) বুঝান হয়েছে । তাছাড়া ইংরেজীতে better ( আরও ভাল) শব্দটি প্রকৃতি ( nasture) কে বুঝায়। লেখক তা বুঝানোর জন্য একটি উদাহরণ দিয়েছেন : আমেরিকার প্রেসিডেন্ট আপনার চেয়ে মহান ।
হ্যাঁ, ধরেন আপনি CEO ( Chief Executive Officer) । আপনি তা হলেও পদের দিক থেকে প্রেসিডেন্ট আপনার চেয়ে মহান । এ ব্যাপারে Jehovah Witness একমত পোষণ করবে । কিন্তু আমরা যদি বলি প্রেসিডেন্ট আপনার চেয়ে ভাল ( better than you ) তখন কি আপনার চেয়ে প্রেসিডেন্টকে বড় করা হচ্ছে? আসলে তা না । তাহলে দেখা যাচ্ছে যে "অপেক্ষা মহান" দ্বারা পদকে বুঝায় । আমরা #ফিলিপীয় 2:6-8 দেখি ,
"ঈশ্বরের স্বরূপবিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন; এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন; মৃত্যু পর্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন।" আমরা এখানে দেখতে পাই , যদিও খ্রীষ্ট নিজেকে শূন্য করেছিলেন তবুও তিনি ঈশ্বরীয় প্রকৃতির মধ্যে সবসময়ই আছেন এবং পিতার সাথে একই প্রকৃতির মহিমায় বর্তমান । যীশু যদি নিজেকে পিতার চেয়ে প্রকৃতির দিক থেকে inferior বা ছোট ভাবতেন তাহলে তিনি বলতেন , "The Father is better than I.” অর্থাৎ পিতা আমার চেয়ে ভাল । #ইব্রীয় ১:৪ পদ থেকে লেখক আরেকটি উদাহরণ দিয়েছেন "শ্রেষ্ঠ: বা better " বুঝানোর জন্য । "স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন।" যীশু যেহেতু স্বর্গদূতদের চেয়ে superior বা বড় তাই এখানে শ্রেষ্ঠ বা better শব্দটি ব্যবহার করা হয়েছে। উপসংহারে বলব ,আমাদের মনে রাখা উচিত #যোহন ১৪ :২৮ পদে খ্রীষ্টের কথা পিতা আমার চেয়ে মহান বলার দ্বারা পদ বা position কে বুঝানো হয়েছে কিন্তু তাঁর ঈশ্বরত্ত্বের প্রকৃতিকে( nature) নয় ।
ঈশ্বর আমাদেরকে তাঁর প্রদত্ত সত্য অনুসারে চলতে সাহায্য করুণ । শেষে প্রভুর বাক্য দিয়ে শেষ করি, "যে কেহ অগ্রে চলে, এবং খ্রীষ্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই; সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে।" (২ #যোহন ৯) Reference :
https://probe.org/jehovahs-witnesses-and-the-trinity/ John Calvin commentary on the gospel of John Leon Morris , The gospel according to John ( Wm. B. EERDMANS pub : Grand Rapids, Michigan) , 1984.