"কেননা তারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটিবে; তাহার ক্ষেত্রে শস্য নাই, চারা শস্য দিবে না; শস্য দিলেও বিদেশীগণ তাহা গ্রাস করিবে।" #হোশেয় ৮:৭
সমৃদ্ধির সবচেয়ে মূল উপাদান হল কেউ বীজ বুনে এবং পরে ফসল কেটে তা ফেরৎ আসে। দশমাংশ না দেওয়ার ফল আপনাকে এই বোনা এবং ফসল সংগ্রহের প্রধান নীতিমালা থেকে পৃথক করে। যখন আপনি আপনার দশমাংশ না দেন তখন আপনি আপনার অর্থনৈতিক ক্ষয়ক্ষতি করেন কারণ আপনি সমৃদ্ধির ভিত্তি তুলে নিয়েছেন।
দশমাংশ না দেওয়া লোকেরা গরীব হয় কারণ তারা তাদের জীবনে আর্শীবাদ আকর্ষিত করেনা।
"তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আন, যেন আমার গৃহে খাদ্য থাকে; আর তোমরা ইহাতে আমার পরীক্ষা কর, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করি তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না" #মালাখি ৩:১০
দশমাংশ অনেক ধরণের আর্শীবাদ আকর্ষিত করে কারণ ঈশ্বরের বাক্য সেই কথাই বলে। যে ব্যক্তি আর্শীবাদ্বিত সে সাহায্য এবং স্বাদ পায়। পৃথিবীতে আমাদের জীবন খুবই কঠিন। যাকোব তাঁর জীবন সম্পর্কে বলেছিলেন যখন ফারাও তাকে জিজ্ঞাসা করেছিলেন, "তোমার বয়স কত?" এবং যাকোব ফরৌণকে কহিলেন, আমার প্রবাসকালে একশত ত্রিশ বৎসর হইয়াছে; আমার আয়ুর পিতৃপুরুষদের প্রবাসকালের আয়ুর তুল্য হয় নাই। (#আদিপুস্তক ৪৭:৯)
ইয়োবও বলেছিলেন যে মানুষের জীবনকাল অল্প এবং সমস্যায় পরিপূর্ণ। যদিও আপনার জীবনে একটি সুনির্দিষ্ট অভিশাপ ছাড়া আপনি অনেক সমস্যা এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। যখন আপনি আপনার দশমাংশ দিবেন না তখন আপনার জীবনের অবস্থিত সমস্যাগুলোর কারণে আপনি আর্শীবাদ সংযোগ করতে পারবেন না। কেমন করে আপনি জীবনে ভাল করবেন যদি আপনার কঠিন অস্তিত্বের উপর কোন আর্শীবাদের বাক্য ঘোষণা করা না হয়? যদি আপনি দশমাংশ না দেন তবে আপনার জীবনে পাহাড়ের মত দারিদ্রতায় আর্শ্চয্য হবেন না। দশমাংশ দানকারীদের সেই আর্শীবাদ প্রচুর পরিমাণে ধনী করে এবং কোন দুঃখ সেখানে যোগ হয়না।
দশমাংশ না দেওয়া লোকেরা গরীব হয় কারণ তারা অভিশপ্ত।
"মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা ত আমাকে ঠকাইয়া থাক। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহারে। তোমরা অভিশাপে শাপগ্রস্ত; হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি, আমাকেই ঠকাইতেছ।" #মালাখি ৩:৮-৯
যারা দশমাংশ দেয় না তাদের জন্য কিছু নির্দিষ্ট অভিশাপ রয়েছে। এগুলি পৃথিবীর অন্যতম ২৫টি অভিশাপের মধ্যে রয়েছে। এই অভিশাপ দশমাংস না দেওয়া লোকদের ক্ষেত্রে শুধুমাত্র অভিশাপের সংখ্যাধিক্যের অস্তিত্বের মিশ্র ঘটায় যা আদম, নোহ এবং অন্যান্য প্রজন্ম থেকে আমাদের কাছে হস্তান্তরিত হয়েছে। যারা দশমাংশ দেয় না এই অভিশাপ সেই সমস্ত মানুষের উপরে একসাথে অভিশাপের সঙ্গে কাজ করে যা আপনার পিতা-মাতা এবং পূর্বপুরুষ তাদের জন্য যথাযোগ্য এবং তাদের বংশধরদের জন্যও। আমাদের প্রায় সবাই সেই মানুষদের বংশধর যারা তাদের একটি বা অন্য কোন বিষয় করার কারণে অভিশপ্ত।
একদিন, আমি খুবই চিন্তিত হলাম যখন আমি আবিষ্কার করতে পারলাম যে আমার পূর্বপুরুষেরা ছিলেন ক্রীতদাসের ব্যবসায়ী। আমি খুঁজে পেলাম যে আমার পিতার বাড়ীর কাছে একটি প্রাচীন দূর্গ ছিল যেটি ক্রীতদাস ব্যবসায়ের জন্য অবশ্যই ব্যবহৃত হত। সম্ভবত, আমি ছিলাম সেই বংশধরদের একজন যে সেই বন্দীদশায় বিক্রীত হয়নি। আমি সেইজন্য এমন কোন ব্যক্তির বংশধর ছিলাম যিনি তার ভাইকে বিক্রি করেছিলেন। আপনার ভাইকে বিক্রি করবার দ্বারা আপনার পরিবারে নিশ্চিত অভিশাপ নেমে আসবে। আপনি কি কখনো অভিভূত হয়েছেন যে কেন তাদের ভাইদের ব্যবসায়ের জায়গাসমূহে উপহার সামগ্রীর মত ব্যবহৃত হয়েছে এবং আজকের পৃথিবীতে দারিদ্রতায় অভিভূত অংশ সবচেয়ে বেশি আয়নার মত?
দশমাংশ না দেওয়ার কারণে আপনার জীবনে বিভিন্ন ধরণের অভিশাপ দেখা দেয়। ভুলে যাবেন না যে আপনি ইতিমধ্যেই আদমের অভিশাপের শ্রমজীবি। আপনি হেমের অভিশাপের সঙ্গেও যুদ্ধ করছেন, যদি আপনি হেমের একজন বংশধর হন।
প্রিয় বন্ধুরা, কতটা বেশি আপনি গ্রহণ করতে পারেন? এটি কি কিছু করবার সময় না যা একটি আর্শীবাদ বয়ে আনে? আপনার দশমাংশের প্রার্থনার আর্শীবাদ প্রয়োজন যেন এই সমস্ত ভয়ানক অভিশাপ নিবারণ করতে পারেন। এটি কি আর্শ্চয্যের বিষয় নয় যে আপনি দিন দিন গরীব হয়ে যাচ্ছেন যতটাই আপনি দশমাংশ দিতে অগ্রাহ্য করছেন?
দশমাংশ না দেওয়া লোকেরা গরীব হয় কারণ গ্রাসকারীরা অবিরত তাদের সম্পদ খেয়ে ফেলে।
"আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।" #মালাখি ৩:১১
দশমাংশ দেবার সবচেয়ে মহৎ আর্শীবাদ হল ঈশ্বর আপনার জন্য গ্রাসকারীদের বাধা দেন। যখন আপনি দরিদ্র দেশের সরকারী নেতার কথা শুনেন আপনি এটি বুঝতে পারেন যে যদি তাদের সামান্য বেশি টাকা থাকতো তবে তাদের সমস্ত সমস্যা শেষ হতো। দুর্ভাগ্যবশত, এটি বিষয় নয়। যে সমস্ত জায়গা অনেক বেশি অর্থনৈতিক সাহায্য গ্রহণ করে সাধারণত তারাই গরীব হয়। এই আপাতবিরোধী ছবি বেঁচে থাকে কারণ গ্রহণকারীরা যে অর্থ পায় তা ধরে রাখা হল তাদের অক্ষমতা।
আপনি কি চিন্তা করতে পারেন একটি ঝাঁঝড়া করা ছিদ্রযুক্ত বালতি পূর্ণ করতে আপনার কি লাগবে? যদি ধনীদেরকে পানি পূর্ণ বালতির মত সংজ্ঞায়িত করা হয়, আপনার অনেক অনেক পানি লাগবে এমন একটি বালতি পূর্ণ করতে। কিন্তু যখন ছিদ্রগুলো বন্ধ করা হয় তখন বালতি পূর্ণ করতে আপনার শুধুমাত্র অল্প পানি দরকার।
এটি হল গ্রাসকারীদের তাড়নার রহস্যময় আর্শীবাদ। গ্রাসকারী পোকাদের তাড়নার পরে, আপনাকে ধনী ব্যক্তি তৈরী করতে এটি একটি ক্ষুদ্র বিষয়। যখন আপনি এই আর্শীবাদ থেকে বর্হিভূত তখন আপনি ভাল চাকরি খুঁজবেন এবং অর্থ উর্পাজন করবেন কিন্তু সর্বদাই ধনী হবার জন্য ব্যর্থ হবেন। যখন গ্রাসকারী পোকাদের তাড়িত করা হবে, আপনি সেই পরিমাণে উর্পাজন করতে পারবেন না কিন্তু আপনার বালতি খুব দ্রুত পূর্ণ হবে এবং শীঘ্রই উপচিয়া পড়তে শুরু করবে।
প্রিয় বন্ধুগণ, আপনি যখন আপনার দশমাংশ দেন এটিই তাই ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন। দারিদ্রতার থেকে আজকেই বের হয়ে আসুন এবং গ্রাসকারী পোকাদের তাড়নার হাত থেকে আর্শীবাদ গ্রহণ করুন। আপনি কি কখনো আর্শ্চয্য হয়েছেন যে কেন মধ্য বয়সে মানুষ অনেক বড় এবং স্বাস্থ্যবান হয়ে যায়? প্রায়ই তারা বেশি খায় না।
যদিও, অনেক মধ্যবয়সের মানুষেরা খাবার নিয়ন্ত্রণ করে তাদের ওজন কমানোর জন্য এবং তারপরও তাদের ওজন বাড়ে। ওজন বাড়ার পিছনে কারণ কি? মানুষ যত বৃদ্ধ হতে থাকে, তাদের শরীরের কার্যক্রিয়া তত কমতে থাকে। অন্যকথায় যে চর্বি বৃদ্ধি পেয়েছিল তা কমতে থাকে। যদি শরীরের কার্যক্রিয়া ক্রমাগত প্রতিদিন দশ ইউনিটের চর্বিতে পরিণত হয়, হয়তো এটি পাঁচ ইউনিটে পড়ে যেতে পারে।
অতি শীঘ্রই, আপনি অতিরিক্ত পাঁচ ইউনিট চর্বি প্রতিদিন বৃদ্ধি করতে শুরু করবেন। প্রায় কোন সাহায্য ছাড়াই, আপনার ওজন বৃদ্ধি পাবে এবং বৃহৎ থেকে বৃহৎ হবেন। এই কারণেই আপনি কোন ব্যক্তির আকার দেখে তার বয়স জানতে পারেন। যেহেতু আপনার বয়স বৃদ্ধি পাচ্ছে আপনার শরীরের কার্যক্ষমতাও কমে যাচ্ছে, (গ্রাসকারীরা তাড়িত) এবং ওজন বৃদ্ধিতে (সমৃদ্ধি) বাধা সৃষ্টি হচ্ছে।
যেহেতু, দশমাংশ না দেওয়া লোকেরা গরীব হয় কারণ তাদের জীবনে অপরীক্ষিত গ্রাসকারীদের উপস্থিতি।
দশমাংস না দেওয়া লোকেরা গরীব হয় কারণ তাদের কার্যক্ষেত্রের ফলসমূহ ক্রমাগতভাবে ধ্বংস হতে থাকে।
"আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।" #মালাখি ৩:১১
অজ্ঞান অবস্থার ক্ষতি যা আপনি অপচয়ের মাধ্যমে অর্জন করতে পারবেন, যজ্ঞহীন ব্যবস্থাপনা, অবহেলা, আগুন, দুর্ঘটনা, দাঙ্গা-হাঙ্গামা, চুরি এবং এমনকি যুদ্ধও যন্ত্রনাদায়ক কিন্তু প্রকৃতপক্ষে ধ্বংসকারীর কাজ করে।
দশমাংশ দান করার একটি অন্যতম আর্শীবাদ হল ধ্বংসকারীদের তাড়িত করা। ধ্বংসকারী হল গ্রাসকারীর ভাই। ধ্বংসকারী এবং গ্রাসকারীর মধ্যে পার্থক্য হল ধ্বংসকারী আপনার সম্পত্তি ধ্বংস করে একটি যন্ত্রনাদায়ক এবং নির্বোধ ফ্যাশনের দ্বারা। কার্যক্ষেত্রে ধ্বংসকারী দেখা আরও যন্ত্রনাদায়ক কারণ যে ক্ষতি হবে তা অভিজ্ঞতা করার জন্য আপনার কোন অনুভূতি নেই। দশমাংশ দেওয়া শুরু করুন এবং ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন ধ্বংকারীদের তাড়িত করার জন্য।
দশমাংশ না দেওয়া লোকেরা গরীব হয় কারণ তারা ফসল পাওয়ার সুযোগের পূর্বেই তাদের ফল হারায়।
"আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।" #মালাখি ৩:১১
আরেকটি কারণ কেন দশমাংশ না দেওয়া লোকেরা গরীব হয় কারণ তারা ফসল পাওয়ার সুযোগের পূর্বেই তাদের ফল হারায়। দশমাংশ না দেওয়া লোকেরা হল "অকৃতকার্য ফসলের সঙ্গে" অভিশাপের মত। একটি অকৃতকার্য ফসল একই রকম এবং সঠিক ফসল কাটার জন্য অকৃতকার্য হয় যা আপনি বিনিয়োগ করেছেন।
কেউ হয়তো দৃঢ়তার সহিত বলে যে আপনি যদি কঠিন পরিশ্রম করেন আপনি তবে ধনী হবেন। তিনি আরও বললেন, "মানুষ যারা ধনী নয় তারা কঠিন পরিশ্রম করেনা। উন্নয়নশীল দেশের মানুষদের উচিত তাদের দাসদের কাজ তুলে নেওয়া এবং সেই কাজ নিজেরা করা এবং সমৃদ্ধ তাদেরই অংশ।
কিন্তু আপনি যদি আশেপাশে দেখেন, আপনি আবিষ্কার করতে পারবেন অনেক মানুষ যারা কঠিন পরিশ্রম করে কিন্তু তারা ধনী নয়! আপনি হয়তো এমন মানুষ খুঁজে পাবেন যারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে ১২ ঘন্টা প্রতিদিন কাজ করে এবং প্রায় কিছুই আয় করেনা। যদিও তাদের থেকে কিছু মাইল দূরে আপনি এমন মানুষদের খুঁজে পাবেন যারা প্রতিদিন এক ঘন্টা কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করে।
হ্যাঁ, এটি সত্য যে কঠিন পরিশ্রম সমৃদ্ধির দিকে নিয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে এটি নয়। ঘানার একজন বাস ড্রাইভার যা আয় করেন তার ১৯ গুণের সমান একজন সুইডেনের বাস ড্রাইভারের আয়। কেন এটি এমন? কেন তারা একই রকম সময়ে একই কাজে একই রকম আয় করেনা? কেন একজন ১০০টি বীজ বপন করে ও ১০০টি ফসল কাটে এবং অন্যজন ১০০টি বীজ বপন করে ২৩টি ফসল কাটে?
এটিই সেই জায়গা যেখানে আপনি যেগুলি প্রকৃত অকৃতকার্য ফসলসমূহ সেগুলি খুঁজে পাবেন। একটি অকৃতকার্য ফসল হল সেই ব্যক্তির ব্যার্থতা যিনি একইরকম এবং যথাযোগ্য ফসল কাটার জন্য যা বিনিয়োগ করেছিলেন। অনেক লোক এই ধরণের অকৃতকার্য ফসলের অভিজ্ঞতা করে।
প্রায়ই একটি অকৃতকার্য ফসলের কারণের পিছনে সেই ব্যক্তির শক্তি কাজ করে যিনি অকৃতকার্য ফসলের অভিজ্ঞতা করছেন। কেন একজন মেক্সিকান লোক তাঁর শক্তি অনুসারে খুবই কম আয় করেন তুলনামূলক যেখানে তাঁর থেকে কম বয়সী মানুষ পাঁচ মাইল বর্ডারের দূরে আমেরিকাতে আয় করেন? কেন এমন হয় যে সেই আমেরিকান ব্যাক্তি মেক্সিকান ব্যাক্তির মত একই পরিমাণ সময় এবং শ্রম মাটিতে রাখে কিন্তু ১৯গুণ বেশি আয় করেন? এ বিষয়ের কারণ এবং সমাধানের পিছনে প্রত্যেকের ব্যাক্তিগত সঠিক করবার দক্ষতা রয়েছে। কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর দশমাংশ দানকারীদের প্রতিজ্ঞা করেছেন যে তিনি ফসলের সমস্ত রকম সুরক্ষা দান করবেন। তিনি আপনার ফসল তুলবার আগে তা নষ্ট হতে দিবেন না।
এটি কি কোন আর্শ্চয্যের বিষয় যে সমৃদ্ধির জন্য দশমাংশ দান করা একটি প্রধান বিষয়? আপনি কি অভিভূত যে দশমাংশ না দেওয়া লোকেরা তাদের আয়ের ১০ ভাগ ঈশ্বরকে না দিয়ে গরীব হতে পারে?
ঈশ্বরের সাহায্য ছাড়া আপনি কি করতে পারেন? ঈশ্বর যদি আপনাকে সাহায্য না করেন আপনি কত দূর যেতে পারেন? এখনই সময় দশমাংশ দেওয়া শুরু করবার যেন আপনার লাভের অংশ আপনি উপভোগ করবার আগেই মাটিতে পড়ে না যায়।