top of page

আজকের বাক্য

২৮ মে, ২০২০

আজকের বাক্য (২৮ মে, ২০২০)
‘‘যে বিশ্বাস না করে, তাহার বিচার হইয়া গিয়াছে।" (যোহন ৩:১৮)

নরকে যাওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন! ‘‘ইহা একমাত্র [যখন আপনাকে] আনয়ন করা হইয়াছে আপনার দোষ দেখাইতে [এবং আপনার অনুভূতি পাইতে] এই উপায়ে [যাহাতে আপনি আসিবেন] খ্রীষ্টের প্রতি উদ্ধার এবং পরিত্রাণের জন্যে।’’ আপনি কি আপনার পাপ অনুভব করেন? যদি আপনি আপনার পাপ অনুভব করেন, আর সেটা আপনাকে বিরক্ত করে, তাহলে তখন আপনি যীশুর কাছে আসুন এবং তাঁকে বিশ্বাস করুন, এবং আপনার পাপ থেকে আপনাকে শুচি করার জন্যে তিনি যে রক্ত ঝরিয়েছেন সেই রক্তের দ্বারা ধৌত হয়ে শুচি হন। প্রকৃত পরিত্রাণ লাভ করার জন্যে এছাড়া আর অন্য কোন পথ নাই। আমি প্রার্থনা করছি যে সেখানে যেন কখনও একটি রবিবার না থাকে যখন আমি যীশুর রক্তের উপরে প্রচার করব না। এছাড়া আমি আর কোন সুসমাচার জানি না - যীশুকে বিশ্বাস করুন এবং আপনি শুচি হবেন। কালভেরীর ক্রুশে ঝরানো যীশুর রক্ত আপনার একমাত্র আশা! তবুও আপনি যীশু অথবা তাঁর রক্তের উল্লেখ করছেন না! কেন নয়? কারণ আপনি আপনার পাপ অনুভব করছেন না - ঐ কারণে! ঐ কারণে! ঐ কারণে! আপনি সঠিক শব্দগুলি শেখার চেষ্টা করছেন। ওহ, আপনি কি বোকা! অগাস্টিন বলেছিলেন, ‘‘আমাদের হৃদয়গুলি বিশ্রামহীন যতক্ষণে না তাহারা তোমাতে বিশ্রাম খুঁজিয়া পায়। সেখানে পরিত্রাতার শিরা থেকে নিঃসৃত রক্তে পরিপূর্ণ, একটি স্রোত আছে। এবং পাপীগণ, সেই স্রোতে ডুব দিলে, তাদের সব পাপের কলঙ্ক দূর হয়। এখন যীশুর কাছে আসুন। তাঁর পবিত্র রক্তের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হন! আমেন।

আজকের বাক্য (২৮ মে, ২০২০)
‘‘যে বিশ্বাস না করে, তাহার বিচার হইয়া গিয়াছে।" (যোহন ৩:১৮)
bottom of page