top of page

আজকের বাক্য

২৭ মে, ২০২০

আজকের বাক্য (২৭ মে, ২০২০)
"[শয়তান] আমাদের ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত...’’ (প্রকাশিত বাক্য ১২:১০-১১)

শয়তান জানে যে একমাত্র উপায় যার দ্বারা যে কেউ তার উপরে বিজয় লাভ করতে পারে তা হল মেষশাবকের রক্ত - অর্থাৎ, ঈশ্বরের মেষশাবক, খ্রীষ্টের রক্ত। বাইবেল বলছে যে শয়তান হল একজন হত্যাকারী। যাকে পারে তাকেই সে ধ্বংস করতে চায়। এবং সেই কারণে সে তিক্তভাবে খ্রীষ্টের রক্তকে ঘৃণা করে। সে জানে যে একবার যদি কোন ব্যক্তি খ্রীষ্টের রক্ত পান, তিনি বিজয় লাভ করেন। খ্রীষ্টের রক্তের দ্বারা পাপীরা শয়তানের উপরে বিজয়লাভ করেন। শয়তান তা ঘটতে দিতে চায় না। সেইজন্যে খ্রীষ্টের রক্তকে গুরুত্বহীন করতে এবং এর অখ্যাতি করার জন্য সে যা যা পারে তার সবকিছু করে।

উনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং ৩০তম শতাব্দীর প্রথম অংশে খ্রীষ্টের রক্তের উপরে আঘাত হানার জন্যে শয়তান ঈশ্বরতাত্ত্বিক উদারপন্থীদের বিপথে চালিত করেছিল। ডঃ ফেররী বলেছিলেন, ‘‘মুরগির রক্তের তুলনায় খ্রীষ্টের রক্তের আর বেশী কিছু ক্ষমতা নাই।" ডঃ ফোসডিক রক্তের প্রায়শ্চিত্তমূলক কুরবানিকে, ‘‘একটি কসাইখানার ধর্ম’’ বলে উল্লেখ করেছিলেন। সেই ধরণের লোকেরা ক্ষিপ্তভাবে খ্রীষ্টের রক্তের বিরুদ্ধে বলেছেন - যেহেতু তারা শয়তানের দ্বারা সেই কাজ করতে অনুপ্রাণিত হয়েছিলেন। কিন্তু, বিংশ শতাব্দীর শেষ ভাগের শুরুতে, শয়তান অন্য আর এক উপায়ে খ্রীষ্টের রক্তকে আক্রমণ করতে শুরু করেছিল। খ্রীষ্টের রক্তের সম্মানহানি করতে শয়তান রক্ষণশীল সুসমাচার প্রচার সংক্রান্ত মানুষদের প্ররোচিত করত। আমাদের পাঠ্যাংশ প্রকাশিত বাক্য ১:৫ পদের বিষয় তার দেওয়া টীকাতে, ডঃ ম্যাকগী বলেছিলেন, বর্তমানে যেমন কিছু লোক করেন তেমন আমি খ্রীষ্টের রক্তের মূল্য হ্রাসের প্রতি ঝুঁকি না। আমি এই শব্দ দিয়ে তৈরী সেই গানটি আমি এখনও পছন্দ করি,

এক স্রোত আছে শোনিতের, তায় পাপী ডুবিলে
যায় সব কলঙ্ক পাতকের, সেই স্রোত ইম্মানূয়েলের; মোর বিশ্বাস যীশু ক্রুশেতে করিলেন রক্তদান, পাপী যে আমি শোনিতে পাই যেন পরিত্রাণ।

আজকের বাক্য (২৭ মে, ২০২০)
"[শয়তান] আমাদের ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত...’’ (প্রকাশিত বাক্য ১২:১০-১১)
bottom of page