top of page

আজকের বাক্য

২২ মে, ২০২০

আজকের বাক্য (২২ মে, ২০২০)
“এই কথা বিশ্বাসনীয়, ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন; তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য” (১ম তীমথিয় ১:১৫)।

আজ আমি বলবো এখনো যারা হারানো অবস্থায় আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে এমন কি মন্ডলীতেও অনেকে হারানো অবস্থায় আছে। তাদের প্রতি আমার প্রশ্ন আপনি কেন হারিয়ে যাবেন? গৃহে আসুন যীশুর কাছে – সেই ঈশ্বরের পুত্রের কাছে!” আর তা এই সময়ে আমাদের সেই পাঠ্যাংশের প্রতি নিয়ে যায়।

ইহা অবশ্যই পবিত্র বাইবেলের খুবই গুরুত্বপূর্ণ পদ কারণ ইহা যথার্থ যে “পাপিদের উদ্ধারের জন্য যীশু খ্রীষ্ট পৃথিবীতে আসিয়াছিলেন।"যীশু কখনোই এই জগতে একজন মহান শিক্ষক হইবার জন্য তিনি আসেন নাই, যদিও তিনি তাহাই ছিলেন। তিনি [শুধুমাত্র] নৈতিক উদাহরন স্থাপন করিতে আসেন নাই, কিন্তু তিনি তাহাই করিয়াছিলেন। তিনি জগতে আসিয়াছিলেন পাপিদের উদ্ধার করিতে; “যাহাদের মধ্যে আমি অগ্রগণ্য”।

আপনি এটা বিশ্বাস করতে পারেন। আপনি এর উপর ভরসা করতে পারেন। আর আপনার উচিৎ এই উক্তিকে সত্য বলে গ্রহণ করা! কারণ এটা সত্য – চরম সত্য – “খ্রীষ্ট যীশু জগতে আসিয়াছিলেন পাপিদের পরিত্রাণ করিতে”!

আজকের বাক্য (২২ মে, ২০২০)
“এই কথা বিশ্বাসনীয়, ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন; তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য” (১ম তীমথিয় ১:১৫)।
bottom of page