top of page

আজকের বাক্য

২১ মে, ২০২০

আজকের বাক্য (২১ মে, ২০২০)
'তুমি বাক্য প্রচার করো; সময়ে-অসময়ে প্রস্তুত থেকো; অসীম ধৈর্য ও সুপরামর্শদানের মাধ্যমে সবাইকে সংশোধন, তিরস্কার এবং উত্সাহ প্রদান করো। '(২ তিমথি ৪:২)

বাইবেল হতে লোকেরা যেভাবে প্রচার করেছেন আর তা যদি প্রকৃত প্রচার হয় তবে সেখানে শাস্ত্র সংগত ভর্ৎসনা এবং পাপ থেকে চেতনা লাভ করার সংবাদ থাকতে হবে। মহা প্লাবনের আগেই সেই হনোকের প্রতি ফিরে যান। হনোক কি প্রচার করেছিলেন? যিহুদার পত্রে তা আমাদের বলা হয়েছে যে তিনি কি প্রচার করেছিলেন। এই প্রকার বিষয় হনোক প্রচার করেছিলেন।

“দেখ প্রভু আপন অযুত অযুত পবিত্র লোকের সহিত আসিলেন, যেন সকলের বিচার করেন;আর ভক্তিহীন সকলে আপনাদের যে সকল্ভক্তি বিরুদ্ধ কর্ম দ্বারা ভক্তিহীনতা দেখাইয়েছে, এবং ভক্তিহীন পাপীগণ তাঁহার বিরুদ্ধে যে সকল কঠোর বাক্য কহিয়াছে, তৎপ্রযুক্ত তাহাদিগকে যেন ভর্ৎসনা করেন” (যিহুদা ১৪-১৫)।

হনোক খ্রীষ্টের দ্বিতীয় আগমনের বিষয়ে প্রচার করেছিলেন, পরিত্রাণ বিহীন পাপীদের শেষ বিচার সম্বন্ধে প্রচার করেছিলেন। তিনি অধার্মিক লোকেদের পাপের বিরুদ্ধে প্রচার করেছিলেন যেতা তারা নিজেরা করেছে। তিনি পাপীদের নোংরামী কথার বিরুদ্ধে প্রচার করেছিলেন। মন্দলোকেরা ঈশ্বরের বিরুদ্ধে যে কথা বলেছিল সেই পাপপূর্ন বিষয়ের বিরুদ্ধে তিনি প্রচার করেছিলেন। হনোক, আদম থেকে সপ্তম ব্যক্তি তিনি তার প্রজন্মের সময়ে পাপ থেকে ভর্ৎসনা ও তিরস্কারের এক কঠিন প্রচার ও শক্তিশালী উপদেশ প্রদান করেছিলেন। সেই প্রকার প্রচারই আজ আমাদের প্রয়োজন। তা হলে যিশাইয় ভাববাদীর প্রচারের বিষয়ে চিন্তা করুন, তিনি বলেছেন,

“মুক্ত কণ্ঠে ঘোষণা কর, রব সংযত করিও না, তুরীর ন্যায় উচ্চধ্বনি কর; আমার প্রজাদিগকে তাদের অধর্ম, জেকবের কুলকে পাপ সকল জানাও” ( যিশাইয় ৫৮ঃ১)।

আজকের বাক্য (২১ মে, ২০২০)
'তুমি বাক্য প্রচার করো; সময়ে-অসময়ে প্রস্তুত থেকো; অসীম ধৈর্য ও সুপরামর্শদানের মাধ্যমে সবাইকে সংশোধন, তিরস্কার এবং উত্সাহ প্রদান করো। '(২ তিমথি ৪:২)
bottom of page