আজকের বাক্য
২০ মে, ২০২০
আজকের বাক্য (২০ মে, ২০২০)
‘‘স্নান কর এবং শুচি হও!’ (১ যোহন ১:৭)
খ্রীষ্টেতে সুধীজন ঈশ্বর স্বয়ং এই মুহূর্তে আপনাকে বলছেন! ‘‘স্নান কর এবং শুচি হও!’’ কিন্তু আপনি শুচি হতে পারেন না যতক্ষণে না আপনার গর্ব অতিক্রম করা যাচ্ছে। আপনার হৃদয় অবশ্যই পরিবর্তিত হতে হবে। ততক্ষণে না আপনি অনুতাপ করছেন আপনাকে ক্ষমা করা যাবে না। আপনার হৃদয় অবশ্যই পরিবর্তিত হতে হবে। আপনার স্বার্থপরতা আপনাকে দিয়ে অবশ্যই অনুভব করাতে হবে।আপনি অনুভব করতে চাইছেন যে আপনি উদ্ধারপ্রাপ্ত। আপনি নিশ্চয়তা চাইছেন যে আপনি পরিত্রাণ লাভ করেছেন। কিন্তু আপনি নিজে যা তার কোন পরিবর্তন চাইছেন না। আপনি উদ্ধার পেতে চান সুতরাং আপনি একটি স্বার্থপর জীবনযাপন করে চলতে পারেন।
মন পরিবর্তন আমাদের হৃদয়ের একটি সম্পূর্ণ পরিবর্তনের কথা বলে। আপনার নিজের স্বভাব খুব ত্রুটিপূর্ণ। আপনার নিজের হৃদয় খুব ত্রুটিপূর্ণ। আপনার স্বভাব আমূল পচে গেছে। আপনার ভিতরের পরিবর্তন অবশ্যই এমন আমূল হবে যাতে আপনার নিজের মধ্যেই আপনার মৃত্যু হয় এবং আবার জন্ম হয় একটা সম্পূর্ণ নূতন জীবনে, যা আপনার স্বয়ংকে খুশী করার তুলনায় বরং ঈশ্বরকে খুশী করা কেন্দ্রিক একটা জীবন। কিছু পাপের পরিত্যাগ আপনাকে সাহায্য করবে না। কেবলমাত্র মন্ডলীতে আসা এবং দায়সারাভাবে একটা প্রার্থনা করা আপনাকে সাহায্য করবে না। আপনাকে অবশ্যই একটা নূতন স্বভাব, সামগ্রীকভাবে একটা নূতন জীবন পেতে হবে।
প্রভু যীশুতে বিশ্বাস করুন, তিনি আপনাকে তাঁর রক্ত দিয়ে শুচি করবেন। আপনার জীবন পরিবর্তন করবেন। হ্যা তিনিই করবেন।