top of page

আজকের বাক্য

১৯ মে, ২০২০

আজকের বাক্য (১৯ মে, ২০২০)
'সার্বভৌম সদাপ্রভু বলেন, “সময় আসছে, যখন আমি দেশের মধ্যে দুর্ভিক্ষ প্রেরণ করব— তা খাবারের দুর্ভিক্ষ বা জলের পিপাসার নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শোনার দুর্ভিক্ষ। ' (আমোষ ৮:১১)

আমোষ ৮ঃ১১ পদে একটি ধয়ানক দুর্ভিক্ষর কথা উল্লেখ করা হয়েছে। যা শেষকালে সংগঠিত হবে । আর সদাপ্রভু এখানে সুনিদিষ্ট করে বলেছেন; যে কি সেই দুর্ভিক্ষ, আর তা হচ্ছে "সদাপ্রভুর বাক্য শ্রবণের"।

আমরা সত্যই এখন সেই সময়ের মধ্য দিয়ে আমাদের জীবন কাটাচ্ছি। আমাদের সদাপ্রভুর বাক্য শ্রবণের প্রতি যথেষ্ঠ অনিহা রয়েছে। আমরা আমাদের ব্যক্তিজীবন, ভোগ বিলাস আর চাওয়া পাওয়া নিয়েই বেশি ব্যস্ত থাকি। আমাদের মাঝে অনেক ভাই-বোনদের আমরা দেখি যারা ঈশ্বরের বাক্যের আলোচনা বা বাক্যের আলোচনায় তারা তাদের বিরক্তি প্রকাশ করে। আবার অনেক কে সদাপ্রভুর বাক্য এড়িয়ে যেতে দেখা যায়, যারা বাইরে নিজেকে বিশ্বাসী বলেই পরিচয় দিতে বেশি পছন্দ করে।

আমরা সদাপ্রভুর বাক্য বাক্য বলতে আমাদের হাতে যে বাইবেল আছে, আমরা সেটাকেই সদাপ্রভুর বাক্য বলে মানি। তাহলে বাইবেল ভিত্তিক আলোচনা, শিক্ষাকে এড়িয়ে যাওয়াকেই আমরা সেই ভয়ানক দুর্ভিক্ষের সাথে তুলনা করতে পারি।

আজকের বাক্য (১৯ মে, ২০২০)
'সার্বভৌম সদাপ্রভু বলেন, “সময় আসছে, যখন আমি দেশের মধ্যে দুর্ভিক্ষ প্রেরণ করব— তা খাবারের দুর্ভিক্ষ বা জলের পিপাসার নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শোনার দুর্ভিক্ষ। ' (আমোষ ৮:১১)
bottom of page