top of page

আজকের বাক্য

১৮ মে, ২০২০

আজকের বাক্য (১৮ মে, ২০২০)
"কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে; আর তোমরা যিরূশালেমে, সমুদয় যিহূদীয়া ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত আমার সাক্ষী হইবে।" (প্রেরিত ১:৮ )

প্রভু যীশু খ্রীস্ট কেন এই পৃথিবীতে এসেছেন? পাপ, মৃত্যু ও শয়তানকে পরাজিত করে এ পৃথিবীতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত করতে। তিনি তাঁর কাজ শুরু করার সাথে সাথে বলেছেন,

"সময় হয়েছে, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। আপনারা অনুতাপ করুন এবং এই সুসমাচারের প্রতি বিশ্বাস করুন - মার্ক ১:৫

যীশু ক্রুশীয় মৃত্যু দ্বারা শয়তানকে পরাজিত করেছেন। শয়তানের নিকট থেকে ক্ষমতা নিয়ে নিয়েছেন। তাই তো তিনি স্বর্গে যাওয়ার আগে তিনি শিষ্যদের বলতে পেরেছেন "স্বর্গ ও পৃথিবীর" সকল ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। "এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য কর।" এ হুকুম দিয়ে তিনি স্বর্গে চলে গেলেন। ঈশ্বর এই পৃথিবী থেকে তাঁকে তুলে নিলেন। ঈশ্বর যীশুকে তাঁর সিংহাসনের পাশে বসালেন। যীশু আবার এই পৃথিবীতে আসবেন। কিন্তু তাঁর চলে যাওয়া ও দ্বিতীয় বার আসার মাঝে তিনি আমাদের হুকুম দিয়েছেন যেন তাঁর সুসমাচার প্রচার করি।তিনি ঈস্রায়েল ও ফিলিস্তিন এলাকায় প্রচার করেছিলেন এবং একটি ছোট প্রচার টিম গঠন করেছেন।সেই শিষ্যগঠন এক মহাদেশ থেকে আরেক মহাদেশে গিয়েছেন প্রচার করতে। এখন অনেক স্থান রয়েছে, অনেকে গোষ্ঠী রয়েছে, সেখানে সুসমাচার পৌছে নি। সেখানে সুসমাচার পৌছানোর দায়িত্ব আমাদের সকলের। তাঁর হুকুম সমস্ত খ্রিস্টানদের উপর বর্তায় তাই আমাদেরকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত গিয়ে সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করতে হবে।

আজকের বাক্য (১৮ মে, ২০২০)
"কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে; আর তোমরা যিরূশালেমে, সমুদয় যিহূদীয়া ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত আমার সাক্ষী হইবে।" (প্রেরিত ১:৮ )
bottom of page