top of page
  • Black Facebook Icon
  • Black YouTube Icon
  • Black Instagram Icon
Search

Non-christian Source কি বলে খ্রীষ্টের মৃত্যু সম্পর্কে?

Updated: Feb 24, 2020

১. যিহূদী ইতিহাসবিদ Flablius Josephus ( 37 -100 AD) যিহূদীদের ইতিহাস লেখেন তাঁর  পুস্তক, "Antiquities of the Jews-  93 AD তে " এই পুস্তকে যীশুর মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় । (book 18 chapter 3-63)


২. Cornelius Tecitus একজন রে।মান সাম্রাজ্যের ইতিহাসবিদ  পন্তীয় পীলাতের ও

 রে।মান সম্রাট তিবরিয়ের ( Tibirious) সময়ে  খ্রীষ্টের মৃত্যু হয়েছে তা তিনি  সাক্ষ্য দেন ।


৩. Lucian of Samosata :  বিদ্রূপাত্মক সাহিত্যের রচয়িতা Lucian খ্রীষ্ট এবং খ্রীষ্টের  অনুসারীদের সম্পর্কে ঘৃণাপূর্ণ মনোভাব থাকা সত্বেও খ্রীষ্টের মৃত্যু সম্পর্কে বলেছেন এভাবে, "এই মানুষটি প্যালেস্টাইনে ক্রশারে।পিত হন।


৪. "তালমদ" - যিহূদীদের ইতিহাস পুস্তক সাক্ষ্য দেয় নিস্তার পর্বের সময় যীশুকে ক্রুশবিদ্ধ করে মারা হয় (তালমুদ খ : সনহেওরিন 43ক)।


খ্রীষ্টের মৃত্যু সম্পর্কে প্রভুর বাক্য এ কথা বলে " সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাঁহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে।" 

(#প্রেরিত 2:23 )


Reference : Merrill C. Tenney, New Testament Survey . trans by Susmoy Michael Das.


29 views0 comments

Comments


bottom of page