top of page
Search

শয়তান ও দেহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা

Updated: Feb 24, 2020

যিহূদীদের সাথে যীশুর আলোচনায় যীশু বলেছিলেন,


"তোমরা তোমাদের পিতা দিয়াবলের, এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা; সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে, তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা।"

(#যোহন 8:44)


তার অর্থ কি ?


শয়তান প্রথমে ঈশ্বরের বাক্য আমাদের আদি পিতা মাতা, আদম হবাকে মিথ্যা ভাবে প্রকাশ করে আত্মিক ভাবে হত্যা করে যার মধ্য দিয়ে জাগতিক মৃত্যু ও অনন্ত মৃত্যু এসেছে ।


সে মিথ্যার আশ্রয়ে নরঘাতক।


স্পষ্টতই আমরা দেখি আদমের বড় ছেলে কয়িন তাঁর ছে।ট ভাই হেবলকে হত্যা করেছে ( #আদি 4)

পরবর্তীতে শিষ্য যে।হন এই হত্যাযজ্ঞ সম্পর্কে বলেছেন এভাবে,

"কয়িন যেমন সেই পাপাত্মার লোক এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিল, তেমন যেন না হই। আর সে কেন তাঁহাকে বধ করিয়াছিল? কারণ এই যে, তাহার নিজের কার্য মন্দ, কিন্তু তাহার ভ্রাতার কার্য ধর্মানুযায়ী ছিল।" (#1যোহন 3:12)


শয়তান তার ইচ্ছা বাস্তবায়নের জন্য যে কে।ন প্রাণী , স্বর্গ দূতদের চেহেরাসহ মানুষের দেহ ব্যবহার করে ।


উদাহরণ স্বরূপ,


এদন বাগানে সাপকে ব্যবহার করেছে (#আদি 3 অধ্যায়)


স্বর্গ দূতদের চেহেরা: "আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে।" (#2করি:11:14)


মানুষের দেহ : যীশুকে হত্যা করার জন্যে ঈষ্করিয়োতীয় যিহূদার ভিতরে প্রবেশ করেছে,


"আর শয়তান ঈষ্করিয়োতীয় নামক যিহূদার ভিতরে প্রবেশ করিল, এ সেই বারো জনের একজন।"

( #লূক 22:3)

"আর সেই রুটিখণ্ড নিলে পরেই শয়তান তাহার মধ্যে প্রবেশ করিল।---" ( #যোহন 13:17)


কিন্তু কেন শয়তান প্রবেশ করেছে?


ঈষ্করিয়োতীয় যিহূদার পূর্ব থেকেই চুরি করার স্বভাব ছিল । শিষ্য  যে।হন তা নিশ্চিত করে,

"সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল, তাহা নয়; কিন্তু কারণ এই, সে চোর, আর তাহার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত, তাহা হরণ করিত।"(#যোহন12:6). প্রভুর সাথে থাকার পরও অনুতপ্ত বা পরিবর্তন হয় নাই ।


 এ সম্পর্কে জন পাইপার ( John Piper ) ঠিকই বলেছেন, "Judas was a lover of money, and he covered it with a phony, external relationship with Jesus. And then he sold him for thirty pieces of silver. "


শয়তান আজও যিহূদা ঈষ্করিয়োতীয়ের মত অনেককে যীশুর মন্ডলীতে ব্যবহার করছেন যাদের পরিণাম ঈষ্করিয়োতীয় যিহূদার মত হবে।


সময় থাকতে তাদের ফিরে আসার ঈশ্বর তাদের  অনুগ্রহ দান করুন।


বাস্তবিক শয়তান মানুষের দেহ ব্যবহার করছে নানা ধ্বংসাত্মক কাজে তার প্রমাণ : আত্নঘাতি হত্যাযজ্ঞ যা পবিত্র লে।কদের প্রাণ কেড়ে নেয়।


এসবই শয়তান কতৃক কাজ যা মানুষ তার উৎসাহে করে থাকে। প্রকৃত পক্ষে যিনি যারা করেন , যেসকল ব্যক্তিদের মদতে তারাই  ঐ ঘটনার দায়ী ও শাস্তির পাওনার উপযুক্ত  ।


এখন প্রশ্ন হচ্ছে খ্রীষ্টভক্তদের দেহ নিয়ে :


মনে রাখা প্রয়োজন, খ্রীষ্টভক্তদের দেহ পবিত্র আত্মার মন্দির । যীশু তাঁর অমূল্য রক্ত দিয়ে কিনেছেন। (#1করি: 6:19-20)


ই দেহ যদিও পূর্বে শয়তানের কাছে বিক্রিত ছিল কিন্তু এখন না। (#ইফিষীয় 2:1-10)


এই দেহ পবিত্র আত্মার মন্দির বলেই :ঈশ্বরের গৌরব করা উচিত। 


পবিত্র রাখা উচিত : সমস্ত ব্যভিচার থেকে পলায়ন করতে বলা হয়েছে।


মাদকদ্রব্য  গ্রহণ থেকে বিরত থাকা আবশ্যক।


পবিত্র পরিধান গ্রহণ করা যেন অন্যের পতনের কারণ না হই ।


দেহের যত্ন নেই সাধ্যমত। 


দেহের অংগ গুলো : বিশেষ করে আমাদের জিহ্বা অন্যকে গড়ে তুলবার জন্য চেষ্টা করি


কেউ যদি দেহের বিষয়ে পতিত হয় সে প্রকৃত অনুতাপের জন্য ঈশ্বর কাছে  সমর্পিত হে।ক । যারা সবল তাদের সাহায্য করা উচিত কেননা 

" ভ্রাতৃগণ, যদি কেহ কোন অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ কর, আপনাকে দেখ, পাছে তুমিও পরীক্ষাতে পড়।" (#গালাতীয় 6:1)


শেষে প্রেরিত পিতরের বাণী দিয়ে শেষ করি যা খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য প্রযোজ্য ,

"কারণ যিনি নিজ গৌরবে ও সদ্‌গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাঁহার তত্ত্বজ্ঞান দ্বারা তাঁহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে।আর ঐ গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্দ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া, ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও।"

(#2Peter 1:3-4)


ঈশ্বর তাঁর মহাঅনুগ্রহে আমাদের দেহকে পবিত্র রাখার শক্তি ও সামর্থ্য দান করুন ।।

আমেন ।।

================================

Bibliography:



7 views0 comments

Commentaires


bottom of page