top of page
  • Black Facebook Icon
  • Black YouTube Icon
  • Black Instagram Icon
Search

পৌল সম্পর্কে ইসলাম কী বলে?

Updated: Feb 24, 2020

বাইবেল সমন্ধে অজ্ঞ অনেক মুসলিমই প্রায় বলে থাকেন পৌলের সাথে যীশু খ্রিস্টের কোনো দিন দেখা হয় নি। পৌল একজন ইহুদি ছিলেন, তিনি যীশুর অনেক শিষ্যকে হত্যা করেছিলেন, এরপর নিজের স্বার্থসিদ্ধির উদেশ্যে তিনি যীশুকে দেখেছেন এমন একটা মিথ্যা কাহিনী বানিয়ে প্রচার করেছিলেন এবং যীশুর শিক্ষাকে বিকৃত করেছিলেন।


বাইবেল অকপটে স্বীকার করেছে পৌল একজন ইহুদি যাজক ছিলেন এবং তিনি যীশু খ্রিস্টের শিষ্যদের তারণা করতেন। কিন্তু তিনি কি সত্যি নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে যীশুর দর্শন পেয়েছিলেন বলে প্রচার করেছিলেন? সত্যি কি তিনি কোনো দিন যীশু খ্রিস্টের দর্শন পান নি? তিনি কি যীশুর শিক্ষাকে বিকৃত করেছেন? তিনি কি যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন না?


ইসলাম এই বিষয়ে কি বলে? আসুন উত্তরটা ইসলামিক রেফারেন্স থেকেই দেখে নেওয়া যাক।

Qasas al-Anbiya’ by Ibn Kathir (D. 774H), Vol. 1, Page Number. 575

قصص الانبياء لابن كثير ( المتوفى774هـ ) الجزء الأول ص575

باب ذكر صفة عيسى عليه السلام وشمائله وفضائله.

وكان ممن آمن بالمسيح وصدقه من أهل دمشق رجل يقال له ضينا وكان مختفيا في مغارة داخل الباب الشرقي قريبا من الكنيسة المصلبة خوفا من بولس اليهودي وكان ظالما غاشما مبغضا للمسيح ولما جاء به وكان قد حلق رأس ابن أخيه حين آمن بالمسيح وطاف به في البلد ثم رجمه حتى مات رحمه الله

Section mentioning the status of E’esa (upon him peace) and his virtues. And one who believed in The Messiah and believed him from the people of Damascus was a man who was called Dina and was hiding in a cave inside the eastern door close to the solid church for fear of the Jew Paul, and he was unjust and oppressive, with hatred for the Messiah, and when he came to him, he shaved the head of his nephew when he believed in The Messiah and roared him in the country and then stoned him until he died, Allah’s mercy be upon him.

ولما سمع بولص أن المسيح عليه السلام قد توجه نحو دمشق جهز بغالة وخرج ليقتله فتلقاه عند كوكبا فلما واجه أصحاب المسيح جاء إليه ملك فضرب وجهه بطرف جناحه فأعماه فلما رأى ذلك وقع في نفسه تصديق المسيح فجاء إليه واعتذر مما صنع وآمن به فقبل منه وسأله أن يمسح عينيه ليرد الله عليه بصره فقال اذهب إلى ضينا عندك بدمشق في طرف السوق المستطيل من المشرق فهو يدعو لك فجاء إليه فدعا فرد عليه بصره وحسن إيمان بولص بالمسيح عليه السلام أنه عبد الله ورسوله.

When Paul heard that The Messiah had gone to Damascus, he prepared a mule and went out to kill him, and he received it at Kokuba; when he faced the companions of The Messiah, an Angel came to him, and he hit his face at the end of his wing, so when he saw that he fell. He believed the Messiah, and came to him and apologized for what he did and believed in him and he accepted it. And he asked him to wipe his eyes so that God would return his sight to him. He said, “Go to our city in Damascus, at the end of the rectangular market of the East. He called you and came to him and returned to him his eyesight.” And Paul had solid faith in the Messiah (upon him peace) that he is a slave of Allah and His Messenger.


খুব সংক্ষেপে বললে ইসলামের অন্যতম বিখ্যাত তাফসীরবিদ ইসলামিক স্কলার ইবন কাথির তাঁর লেখা Qasas al-Anbiya গ্রন্থের ৫৭৫ পৃষ্ঠায় উল্লেখ করেছেন পৌল যখন শুনেছিলেন যে মসীহ দামাস্কাতে যাবেন তিনি মসীহ কে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এরপর যখন তিনি মসীহর শিষ্যদের মুখোমুখি হন তখন এক স্বর্গদূতের আবির্ভাব হয়। এবং সেই স্বর্গদূত পৌলকে নিজের ডান দিকের ডানা দিয়ে আঘাত করেন ফলে তিনি অন্ধ হয়ে যান। তখন তিনি মসীহের প্রতি বিশ্বাস আনেন এবং মসীহের কাছে এসে তাঁর পূর্ববর্তী কাজের জন্য অনুতাপ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন এবং মসীহকে গ্রহণ করেন। এবং যীশু পৌলের দুই চোখে হাত বুলিয়ে দিলে তিনি তাঁর দৃষ্টিশক্তি ফিরে পান এবং তিনি মসীহের প্রতি অটুট বিশ্বাস স্থাপন করেন এবং আল্লাহর দাস হয়ে তিনি আল্লাহর নবীরূপে স্বীকৃতি পান।


প্রায় একই ঘটনার উল্লেখ পাওয়া যায় প্রেরিত ৯ অধ্যায়ে।


 
 
 

Recent Posts

See All
বড়দিনের আধ্যাত্মিক বার্তা: গীতসংহিতা ২:১-১২ এর অন্তর্দৃষ্টি

গীতসংহিতা ২:১-১২ পদ “জাতিগণ কেন কলহ করে? লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে? পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে,...

 
 
 

Comments


আমাদেরকে অনুসরণ করুন

আমাদের সামাজিক মিডিয়ায় খুঁজুন
  • Facebook - White Circle
  • YouTube - White Circle
  • Instagram - White Circle
@ekmatroshotto

©2020 by The Only Truth

একমাত্রসত্য creates awareness about Christ followers (“Christians”) in Bangladesh and Bengali speaking people of the world. We also encourage and motivate Churches and Christ followers on evangelism to the other religion followers in their own communities. 

bottom of page