top of page
  • Black Facebook Icon
  • Black YouTube Icon
  • Black Instagram Icon
Search

প্রেরিত শিষ্যরা খ্রীষ্টের মৃত্যু ও পুনুরুন্থানের জন্য কেন শহীদ হয়েছিলেন?


যদি যীশুর পুনঃরুত্থান একটা মিথ্যা বিষয় হয় তাহলে কেন সেটা প্রচার করতে প্রেরিতদের প্রত্যেকেই এত দুঃখভোগের মধ্য দিয়ে গিয়েছিলেন?


প্রেরিতরা যে কেবলমাত্র খ্রীষ্টের পুনঃরুত্থানের প্রচার ক্রমাগত চালিয়ে গিয়েছিলেন তাই নয়, এটা অস্বীকার করার পরিবর্তে তারা এমনকী মৃত্যুও বেছে নিয়েছিলেন! যখন আমরা মন্ডলীর ইতিহাসে পড়ি আমরা দেখতে পাই যে প্রত্যেক একক প্রেরিতের (যোহনের ব্যাতিক্রম বাদে - যিনি অত্যাচারিত ও নির্বাসিত হয়েছিলেন) ভয়ঙ্কর মৃত্যু হয়েছে কারণ তারা প্রচার করেছিলেন যে খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে উঠেছেন।


অনেকেই বলেছিলেন, ইহা এক অত্যাবশ্যকরূপে গুরুত্বপূর্ণ সত্য ঘটনা। মনোবিদ্যার ইতিহাসে ইহা কখনও জানা যায় নাই যে একজন ব্যক্তি তাহার নিজের জীবন বিসর্জন দিতে ইচ্ছুক হইয়াছেন সেই কারণে যাহা তিনি মিথ্যা বলিয়া জানিতেন। আমি বিস্ময়বোধ করিতে থাকিতাম কেন ইহা হইয়াছিল যে ঈশ্বর প্রেরিতবর্গ এবং সমস্ত প্রাচীন খ্রীষ্ট বিশ্বাসীগণকে এইরূপ দুঃখভোগ, এইরূপ ভয়ঙ্কর, অবিশ্বাস্য অত্যাচারের মধ্য দিয়া যাইবার অনুমতি দিয়াছিলেন... এইসব সাক্ষীগণের বিশ্বস্ততা, চরিত্র, দুঃখভোগ, এবং মৃত্যু আমরা দেখিয়াছি, যাহাদের অধিকাংশ রক্ত দিয়া তাহাদের সাক্ষ্য মোহরাঙ্কিত করিয়াছেন..., “মনুষ্য মরিবে তাহারা যাহা সত্য বলিয়া বিশ্বাস করে তাহার জন্য...তাহারা, আর যাই হউক, মরেন না যাহা তাহারা মিথ্যা বলিয়া জানে উহার জন্য।" এই সব মানুষেরা মারা গিয়েছিলেন কারণ তারা বলেছিলেন যে তারা মৃত্যু থেকে খ্রীষ্টের পুনঃরুত্থান প্রত্যক্ষ করেছিলেন:


পিতরকে নিদারুণভাবে বেত্রাঘাত করা হয়েছিল এবং পরে নিচের দিকে মাথা করে ক্রুশারোপিত হয়েছিলেন।

আন্দ্রিয়কে- একটি X-আকারের ক্রুশের উপরে ক্রুশবিদ্ধ করা হয়েছিল।
যাকোব, সিবদিয়ের পুত্র - মুন্ডচ্ছেদ করা হয়েছিল।

যোহনকে - বড় কড়াইতে ফুটন্ত তেলে ফেলা হয়েছিল, আর তারপরে পাটম দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল।

ফিলিপকে - বেত্রাঘাত করা হয়েছিল এবং পরে ক্রুশবিদ্ধ করা হয়েছিল।

বর্থলোময়কে - জীবন্ত অবস্থাতে চর্মশূন্য [চামড়া ছাড়ানো] করা হয়েছিল এবং তারপরে ক্রুশবিদ্ধ করা হয়েছিল।

মথিকে - মুন্ডচ্ছেদ করা হয়েছিল।

যাকোবকে -  প্রভুর ভাই - মন্দিরের চূড়া থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, আর তারপরে মৃত্যু পর্যন্ত বেত্রাঘাত করা হয়েছিল।

থদ্দেয়কে - তীর ছুঁড়ে মারা হয়েছিল।

মার্ককে - টেনে হিঁচড়িয়ে মারা হয়েছিল।

পৌলকে - মুন্ডচ্ছেদ করা হয়েছিল।

লূককে - একটা জলপাই গাছে ঝুলিয়ে মারা হয়েছিল।

থোমাকে - বর্শাবিদ্ধ হয়ে দৌড় করানোর পরে চুল্লীর আগুনে ফেলে দেওয়া হয়েছিল। 

The New Foxe’s Book of Martyrs, Bridge-Logos Publishers, 1997, pp. 5-10; 
Why the Resurrection? Greg Laurie, Tyndale House Publishers, 2004, pp. 19-20


এইসব মানুষেরা ভয়ানক দুঃখভোগের মধ্যে দিয়ে গিয়েছিলেন, এবং ভয়ঙ্করভাবে মারা গিয়েছিলেন, কারণ তারা বলেছিলেন যে খ্রীষ্ট মৃতদের মধ্যে থেকে উঠেছেন। মানুষেরা এমন কোন কিছুর জন্য মারা যান না যা তারা দেখেননি! এইসব মানুষেরা খ্রীষ্টকে দেখেছিলেন তিনি কবর থেকে উঠে আসার পরে! সেটাই কারণ যে, “খ্রীষ্ট মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন” এই প্রচার করা থেকে অত্যাচার এবং মৃত্যু

তাদের বিরত করতে পারেনি!

পিতর তাঁহাকে দেখে, সমুদ্রতীরে,
সমুদ্রতীরে তাঁহার সহিত আহার করেন;
যীশু বলেছেন, একদা মৃত্যুর বিষয়,
“পিতর, তুমি কি আমাকে প্রেম কর?”
যিনি মরিয়াছেন তিনি পুনরায় জীবিত!
যিনি মরিয়াছেন তিনি পুনরায় জীবিত!
জমাট কাঠিন্য ভগ্ন কর, মৃত্যুর বন্ধন মুক্ত কর -
যিনি মরিয়াছেন তিনি পুনরায় জীবিত!

এইসব মানুষেরা অবিশ্বাস্যরূপে ভীরু মানুষ থেকে নির্ভীক শহীদে পরিণত হয়েছিলেন - কারণ খ্রীষ্ট কবর থেকে ওঠার পরে তারা তাঁকে দেখেছিলেন! 
থোমা ঘরের মধ্যে তাঁকে দেখেছিলেন,
তাঁকে প্রভু ও ঈশ্বর বলে ডেকেছিলেন,
গর্তের মধ্যে তার আঙ্গুল বাড়িয়ে দিয়েছিলেন
যা পেরেক ও খড়্গ দ্বারা তৈরী হয়েছিল।
যিনি মরেছেন তিনি পুনরায় জীবিত!
যিনি মরেছেন তিনি পুনরায় জীবিত!
জমাট কাঠিন্য ভগ্ন কর, মৃত্যুর বন্ধন মুক্ত কর -
যিনি মরেছেন তিনি পুনরায় জীবিত!

“Alive Again” by Paul Rader, 1878-1938)

খ্রীষ্টের পুনঃরুত্থানের সমর্থনে আমরা এমনকী আরও অনেক প্রমাণ স্তুপীকৃত করে দিতে পারি, কিন্তু সেগুলি আপনাকে সন্তুষ্ট করবে না। কোন কোন লোক যারা খ্রীষ্ট কবর থেকে ওঠার পরে তাকে দেখেছিলেন এখনও “সন্দেহ” করেন (#মথি ২৮:১৭)।


আপনাকে অবশ্যই বিশ্বাসে খ্রীষ্টের কাছে আসতে হবে। প্রাক্-দেহধারী খ্রীষ্ট বলেছিলেন, “আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে; কারণ তোমরা সর্ব্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে” (#যিরমিয় ২৯:১৩)। “কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, ধার্ম্মিকতার জন্য” (#রোমীয় ১০:১০)। এবং সেইসঙ্গে একইভাবে আপনি উত্থিত খ্রীষ্টকে জানতে পারবেন - যদি আপনি তাঁকে যথেষ্টভাবে জানতে চান তবে “সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ কর” (#লূক ১৩:২৪)। যখন আপনি খ্রীষ্টের কাছে আসেন তখন আপনার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয় এবং আপনি তাঁর রক্তের দ্বারা শুচি হন - এবং মৃত্যু থেকে তাঁর পুনঃরুত্থানের দ্বারা আপনি আবার জন্মলাভ করেন। আমার প্রার্থনা এটাই যে আপনি তাড়াতাড়ি খ্রীষ্টের কাছে আসবেন! আমেন।

170 views0 comments

Comments


আমাদেরকে অনুসরণ করুন

আমাদের সামাজিক মিডিয়ায় খুঁজুন
  • Facebook - White Circle
  • YouTube - White Circle
  • Instagram - White Circle
@ekmatroshotto

©2020 by The Only Truth

একমাত্রসত্য creates awareness about Christ followers (“Christians”) in Bangladesh and Bengali speaking people of the world. We also encourage and motivate Churches and Christ followers on evangelism to the other religion followers in their own communities. 

bottom of page