
প্রিয়পাঠক, আমরা খ্রীষ্টান ও ইসলামের পার্থক্যগুলো নিয়ে আলোচনা করছি, আজকের বিষয় " প্রেম "। পবিত্র বাইবেল বলে, ১ যোহন ৪:৮ ঈশ্বর প্রেম।
ঈশ্বর আপনাকে প্রেম করেন, বাইবেল বলে, “ঈশ্বর জগতকে এমন প্রেম করলেন যে তিনি তার একমাত্র পুত্রকে (প্রভু যীশু খ্রীষ্ট) দিয়ে দিলেন, যেন যেকেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্তকালের জীবনটিকে প্রাপ্ত করে৷”
সমস্যাটি হল যে, আমরা সকলেই আমাদের জীবনে পাপ করেছি৷ পাপ হল সেই সকল কথাবার্তা, চিন্তা-ভাবনা বা কাজকর্ম যেগুলো ঈশ্বরকে সন্তুষ্ট করে না৷ আমাদের পাপগুলো আমাদেরকে ঈশ্বর থেকে পৃথক করে৷ বাইবেল বলে, “সকলেই পাপ করেছে এবং নিয়মিতভাবে ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে" (রোমীয় ৩:২৩)৷ ঈশ্বর হলেন নিখুঁত এবং পবিত্র আর আমাদের পাপগুলো আমাদেরকে ঈশ্বরের থেকে চিরকালের জন্য পৃথক করে৷ বাইবেল বলে যে “পাপের মজুরি হল মৃত্যু" (রোমীয় ৬:২৩)
সুখবরটি হল এই যে ২০০০ বছর পূর্বে, ঈশ্বর তার একমাত্র পুত্র, প্রভু যীশুকে, আমাদের পাপসমূহের জন্য প্রাণ দিতে পাঠিয়েছিলেন৷ প্রভু যীশু হলেন ঈশ্বরের পুত্র৷ তিনি পাপহীন জীবনযাপন করেছিলেন এবং তারপর তিনি তার প্রাণ বলি দিয়েছিলেন ও আমাদেরকে আমাদের পাপ ক্ষমা করার জন্য ক্রুশে প্রাণ দিয়েছিলেন৷ ঈশ্বর আমাদের প্রতি তার প্রেমটিকে এইভাবে প্রদর্শন করেন যে যখন আমরা পাপীই ছিলাম তখন প্রভু খ্রীষ্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন৷
প্রভু যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং এখন ঈশ্বরের সাথে স্বর্গে আছেন৷ প্রভু যীশুকে তৃতীয় দিনে কবর দেওয়া হয়েছিল, ঈশ্বর তার শক্তিতে প্রভু যীশুকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন৷ প্রভু যীশুকে ৫০০ জন লোকেরা দেখেছিল এবং তার পর তিনি স্বর্গে চলে যান যেখানে তিনি পিতার ডানদিকে বিরাজিত৷ প্রভু যীশু এখন তাদের জন্য স্বর্গে একটি স্থান প্রস্তুত করছেন যারা তাদের বিশ্বাস তার উপরে রেখেছে৷ প্রভু যীশু আমাদেরকে অনন্তকালের জীবনটিকে উপহার দিয়েছেন- যা হল তার সাথে স্বর্গে সর্বদা বসবাস করা- কিন্তু কেবল যদি আমরা তাকে আমাদের প্রভু ও উদ্ধারকর্তা রূপে বিশ্বাস করি৷
প্রভু যীশু বলেছেন, “আমি পথ, সত্য এবং জীবন৷ কেউই আমাকে ছাড়া পিতার কাছে পৌঁছাতে পারে না" (যোহন ১৪:৬)৷
ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং আপনার সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক রাখতে চান৷ “কিন্তু সেই সকল মানুষ যারা তাকে বিশ্বাস করেছে এবং তাকে গ্রহণ করেছে, তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার প্রদান করেছেন" (যোহন ১:১২)৷ আপনি প্রভু যীশু খ্রীষ্টকে আপনার পাপ ক্ষমা করে দেওয়ার ও আপনার জীবনে প্রভু ও উদ্ধারকর্তা হওয়ার জন্য প্রার্থনা করতে পারেন৷
যদি আপনি প্রভু যীশুকে গ্রহণ করতে চান তবে আপনি তাকে আপনার উদ্ধারকর্তা ও প্রভু বানানোর জন্য এইভাবে প্রার্থনা করতে পারেন:
“হে মহান প্রেমময় ঈশ্বর, আমাকে প্রেম করার জন্য তোমাকে ধন্যবাদ ৷আমি বুঝি যে আমার জীবনে এমন সব চিন্তা-ভাবনা, কথাবার্তা ও কাজকর্ম রয়েছে যেগুলো তোমাকে আনন্দিত করে না, কিন্তু আমি বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রীষ্ট আমার জায়গায় প্রাণ দিয়েছিলেন আমাকে আমার পাপ থেকে ক্ষমা করার জন্য যেন আমি তোমাকে ব্যক্তিগতভাবে জানতে পারি৷ আমি আমার হৃদয় খুলে তোমাকে নিবেদন করছি আমার মধ্যে নিবাস করুন৷ তোমাকে আনন্দিত করে এমন জীবন বাঁচতে আমাকে সাহায্য করুন৷ একমাত্র সত্য জীবিত ঈশ্বর রূপে কেবলমাত্র তোমাকে আরাধনা করার প্রতিজ্ঞা আমি করছি৷ তোমার প্রেমের জন্য, তোমার ক্ষমার জন্য এবং এ জীবন শেষ হওয়ার পর তোমার সাথে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই৷ প্রভু যীশুর নামে, আমি প্রার্থনা করছি৷ আমিন৷”
কোরানের আল্লাহঃ সূরা আল বুরূজ:১৪ - তিনি ক্ষমাশীল, প্রেমময়;
কোরানের আল্লাহ কিভাবে প্রেমময় তার যতেষ্ট ব্যাখ্যা উল্লেখ নেই। হাদীসে আল্লাহর প্রেমের কোন উল্লেখযোগ্য ব্যাখ্যা নেই। তবে ইসলামিক ধর্মতত্ত্ববিদগন সৃষ্টিকর্তা অর্থে আল্লাহর প্রেমের ব্যাখ্যা করেন, কিন্তু আল্লাহর প্রেমের বিষয়ে সু নির্দিষ্ট কোন ব্যাখ্যা নেই। যদি থাকে মুসলিম পাঠকগন তা প্রকাশ করুন, আমি তা জানতে চাই!
Comments