
প্রিয়পাঠক, আসুন পবিত্র বাইবেল থেকে পাঠ করি,
২ তিমথী ৩:১৬-১৭ “ঈশ্বর নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্ম্মিকতা, সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী: যেন ঈশ্বরের লোক পরিপক্ক, সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়”।
সমগ্র বাইবেল, একেবারে শুরু থেকে শেষ অবধি, হল ঈশ্বরের বাক্য, ইব্রীয় ও গ্রীক ভাষায় লেখা প্রত্যেকটি শব্দ হচ্ছে “ঈশ্বর দ্বারা নিশ্বসিত” (২য় তীমথিয় ৩:১৬)।
গ্রীক শব্দ “theopneustos” বা থিওপ্নিউস্টোস এর অনুবাদ করা হয়েছে “প্রত্যাদেশ”। এর অর্থ “ঈশ্বর-নিশ্বসিত”। পবিত্র শাস্ত্র “ঈশ্বরের নিশ্বাস দ্বারা নির্গত হইয়াছিল”। প্রেরিত পিতর আমাদের বলেছেন যে শাস্ত্রের লেখক “তাহারা পবিত্র আত্মার দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন” (২য় পিতর ১:২১)। গ্রীক শব্দ “phero” বা ফেরো’র অনুবাদ হল “চালিত হওয়া” এবং তার অর্থ “সঙ্গে করিয়া লইয়া যাওয়া।” ২য় তীমথিয় ৩:১৬ এবং ২য় পিতর ১:২১ পদে আমরা দেখি যে পবিত্র আত্মা লেখকের মনকে বহন করে নিয়ে যাচ্ছিলেন সেজন্য তারা লিখেছিলেন ঈশ্বর নিশ্বসিত বাইবেলের বাক্য। উদাহরন স্বরূপ, যিরমিয় ১:৯ পদে, আমরা পড়ি,
“সদাপ্রভু আমাকে কহিলেন, দেখ, আমি আমার বাক্য তোমার মুখে দিলাম” (যিরমিয় ১:৯)।
যীশু নিজে নতুন নিয়মের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন যখন তিনি বলেন,
“আকাশের এবং পৃথিবীর লোপ হইবে: কিন্তু আমার বাক্যের লোপ কখনও হইবে না” (মার্ক ১৩:৩১)।
এটা বাইবেলের কোন ধারনা নয় যা ঈশ্বর দ্বারা প্রদত্ত। এগুলি বাইবেলের কোন চিন্তা নয় যা ঈশ্বর দিয়েছিলেন। এইগুলি হচ্ছে সেই বাক্য যা ঈশ্বর দ্বারা নিশ্বসিত! এগুলি হল সেই বাক্য যা লেখার জন্য পবিত্র আত্মা লেখককে চালনা করেছিলেন! আর এগুলি হল বাইবেলের বাক্যগুলির বিরুদ্ধে বিদ্রোহ যা বিচার নিয়ে আসে,
“কারণ তাহারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচারণ করিত” (গীতসংহিতা ১০৭:১১)।
সেই মন্দ রাজা যিহোয়াকিম জিজ্ঞাসা করেছিলেন বারূককে যে কোথা থেকে তিনি যিরমিয়র বই পেয়েছেন। বারূক উত্তর দিয়েছিলেন যে সেই ভাববাদী “তিনি মুখে আমার নিকট এইসকল বাক্যগুলি উচ্চারণ করিতেছিলেন…এবং আমি কালি দিয়া এই পুস্তকে সেই সমস্ত লিখিয়াছিলাম” (যিরমিয় ৩৬:১৮)। এমন কাউকে বিশ্বাস করবেন না যিনি আপনাকে বলেন যে বাক্যগুলি অনুপ্রাণিত নয়! পুরানো নিয়মের প্রত্যেকটি ইব্রীয় শব্দ, এবং নূতন নিয়মের প্রত্যেকটি গ্রীক শব্দ – সমগ্র বাইবেলের প্রত্যেকটি একক শব্দ – হল
“ঈশ্বর-নিশ্বসিত” বাক্য! “ঈশ্বর নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি” (২ তিমথী ৩:১৬ )।
ঈশ্বর কোন বই স্বর্গ থেকে প্রিন্ট করে এই পৃথিবীতে পাঠান নি! ঈশ্বর নবীদের দ্বারা তাঁর সকল কার্য, তাঁর সকল ইচ্ছা, তাঁর সকল পরিকল্পনা লিখিয়েছেন। হ্যা নবীরা তাদের নিজস্ব কৃষ্টিতে, তাদের ব্যক্তিত্ব দিয়ে পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে, নিজ নিজ ভাষায় তা লিপিবদ্ধ করেছেন। সেজন্য পৌল, পিতর, যোহনের লেখা পত্রগুলো ঈশ্বরের প্রত্যাদেশ বা ওহী।
Kommentare