top of page
Search

আপনি কি স্বর্গে যেতে চান?

Updated: Jan 4, 2021


আমরা স্বর্গে ঈশ্বরের নিকট যাবো ঈশ্বরের দয়ায়,  এই কথাটি চির সত্য কেননা এই পাপময় পৃথিবীতে আমরা সকলেই পাপি, সত্যই আমরা আমাদের পাপের কারণে ঈশ্বরের দয়া পাওয়ার অযোগ্য হয়ে পড়েছি, আপনি জানেন কি ঈশ্বরের দয়া দুই প্রকার -


১। সাধারণ রহমত বা দয়া। ২। ঈশ্বরের বিশেষ রহমত বা দয়া।


সাধারণ রহমত রিযিক


এই পৃথিবীর দৃশ্য ও অদৃশ্য যত সৃষ্টি আছেন সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি সকল সৃষ্টির প্রতিপালন কর্তা প্রত্যেক সৃষ্টিকে ঈশ্বর রিযিক দিবেন এটি সাধারণ রহমত। যদি কোন মানুষ ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে, পাপ করতে করতে পাপের সর্বোচ্ছ স্থানে ওঠেন,তবুও ঈশ্বর তার রিযিক বন্ধ করবেন না, কেননা সাধারণ রহমত সমস্ত সৃষ্টির জন্য ঈশ্বর দিচ্ছেন, দিবেন।


বিশেষ রহমত


সাধারণ রহমত বা দয়া সকল সৃষ্টি জন্য উন্মুক্ত থাকলেও ঈশ্বরের বিশেষ রহমত বা দয়া সকল মানুষের জন্য নয়, এটি ঈশ্বরের বিশেষ রহমত। এই বিশেষ রহমতে যা আছে তা হলো


  • পাপের ক্ষমা

  • পবিত্রতা 

  • ধার্মিকতা

  • ঈশ্বরের সহিত পূর্ণমিলন

  • স্বর্গে যাওয়া অধিকার প্রাপ্ত হওয়া


আপনি হয় তো খুবই সৎ জীবন যাপন করছেন, নৈতিকভাবেও আপনি খুবই সৎ, আপনি ঈশ্বরের শরিয়ত মত জীবন যাপন করছেন। এর দ্বারা আপনি শুধু ঈশ্বরের সাধারণ রহমত বা দয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন মাত্র। কিন্তু ঈশ্বরের বিশেষ রহমতের জন্য আপনি কিছুই করতে পারছেন  না। কেননা আপনি একটি হলেও পাপ করেছেন, আপনি ঈশ্বরের দয়া পাওয়ার অযোগ্য হয়েছেন। তারপরেও ঈশ্বর আপনাকে ভালবাসে আপনাকে বিশেষ রহমত দান করেছেন তাঁর একজাত পুত্র যীশুর মাধ্যমে -


"কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।" ( যোহন ৩:১৬)


আপনার অপ্রিয় হলেও এটিই সত্য যীশু খ্রীষ্ট ঈশ্বরের নিকট হইতে বিশেষ রহমত বা দয়া।"


  • যে যীশুকে পেয়েছেন সে নিজের পাপের ক্ষমাপ্রাপ্ত হয়েছে।

  • যে যীশুকে পেয়েছেন সে এই পাপময় জগৎ থেকে বাছাইকৃত হয়েছেন অর্থাৎ পবিত্র হয়েছেন।

  • যে যীশুকে পেয়েছেন সে ঈশ্বরের ন্যায়বিচারের সামনে নির্দোষ বলে গন্য হয়েছেন, এটি ঈশ্বর কতৃক ধার্মিকতা।

  • যে যীশুকে পেয়েছেন সে ঈশ্বরের সহিত পূর্ণমিলিত হয়েছেন।

  • যে যীশুকে পেয়েছেন সে স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন।


এখন আপনাকে এই প্রশ্নগুলো করছিঃ আপনি কি ঈশ্বরের বিশেষ রহমত যীশুকে পেয়েছেন?  উত্তর যদি না হয় তা হলে এখন যীশুকে অন্তর দিয়ে বিশ্বাস করুন, তিনিই আপনার পাপের জন্য ক্রুশে আপনার স্থানে আপনার পাপের শাস্তি নিজে বহন করেছেন এবং আপনাকে পাপের দায় হতে মুক্ত করেছেন, ইহাতে আপনি ঈশ্বরের বিশেষ রহমতে প্রবেশ করার অধিকার পাবেন। আপনি দোযকে বিনষ্ট হবেন না এটি স্বর্গীয় গ্যারান্টি।


"যে কেহ পুত্রে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাইয়াছে; কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে, সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে।" (যোহন ৩:৩৬)




102 views0 comments
bottom of page