top of page
  • Black Facebook Icon
  • Black YouTube Icon
  • Black Instagram Icon
Search

অন্য ধর্মাবলীদের প্রশ্নঃ যীশু যদি ঈশ্বর, তাহলে তিনি কিভাবে মারা যেতে পারেন ?


'কারণ খ্রীষ্টও সর্বসময়ের জন্য একবার পাপসমূহের জন্য মৃত্যুবরণ করেছেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের জন্য করেছেন, যেন তোমাদের ঈশ্বরের কাছে আনয়ন করেন। তাঁকে শরীরে হত্যা করা হলেও আত্মায় পুনর্জীবিত করা হয়েছে, যাঁর মাধ্যমে কারারুদ্ধ আত্মাদের কাছে গিয়ে তিনি প্রচার করেছিলেন। এই আত্মারা বহুপূর্বে অবাধ্য হয়েছিল, যখন ঈশ্বর নোহের সময়ে সহিষ্ণুতার সঙ্গে অপেক্ষা করেছিলেন এবং জাহাজ নির্মিত হচ্ছিল। এর মধ্যে মাত্র কয়েকজন, সর্বসমেত আটজন জলের মধ্য থেকে উদ্ধারলাভ করেছিলেন। এই জলই হল বাপ্তিষ্মের প্রতীক, যা এখন তোমাদেরও রক্ষা করে—শরীর থেকে ময়লা অপসারণ করার জন্য নয়, কিন্তু ঈশ্বরের কাছে এক সৎ বিবেক নিবেদন করার জন্য। এ যীশু খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা তোমাদের পরিত্রাণ সাধন করে। তিনি স্বর্গে গিয়েছেন ও ঈশ্বরের ডানদিকে আছেন—সব স্বর্গদূত, কর্তৃত্বসমূহ ও পরাক্রমগুলি তাঁরই বশ্যতাধীন রয়েছে।' #১পিতর ৩:১৮-২২

আমরা খ্রীষ্টানরাও আপনার সাথে একমত যে, বাইবেলের ঈশ্বর ছাড়া আর কোন ঈশ্বর নেই, কেননা তিনি এক ও অদ্বিতীয়।


"আর ঝোপের মধ্য হইতে অগ্নিশিখাতে সদাপ্রভুর দূত তাঁহাকে দর্শন দিলেন; তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখ, ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট হইতেছে না। তাই মোশি কহিলেন আমি এক পার্শ্বে গিয়া এই মহাশ্চর্য্য দৃশ্য দেখি, ঝোপ দগ্ধ হয় না, ইহার কারণ কি? কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে, তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাঁহাকে ডাকিয়া কহিলেন, মোশি, মোশি। তিনি কহিলেন, দেখুন, এই আমি। তখন তিনি কহিলেন, এ স্থানের নিকটবর্ত্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেল; কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছ, উহা পবিত্র ভূমি। তিনি আরও কহিলেন, আমি তোমার পিতার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর। তখন মোশি আপন মুখ আচ্ছাদন করিলেন, কেননা তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি করিতে ভীত হইয়াছিলেন।" #যাত্রাপুস্তক ৩:২-৬


"তিনি মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের। তোমরা বড়ই ভ্রান্তিতে পড়িয়াছ।" #মার্ক ১২:২৭


আমাদের ঈশ্বরের শুরু ও ধ্বংস নেই তিনি চিরন্তন। ঈশ্বর তাঁর বাক্যকে মাংশে এই পৃথিবীতে প্রেরণ করলেন - (১) শয়তান, (২) পাপ, (৩) মৃত্যুকে ঈশ্বরের পুত্রের দ্বারা পরাজিত করে অনন্তকালের জন্য আমাদের জন্য পরিত্রাণ নিশ্চিত করেছেন, তিনি শয়তান, পাপ ও মৃত্যুকে পরাজিত করে জীবন্ত ঈশ্বরের একজাত পুত্র বলে প্রমান দিলেন, ঈশ্বর যেমন জীবন্ত, পুত্রও তেমনি জীবন্ত


"যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দ্দিষ্ট; তিনি যীশু খ্রীষ্ট, আমাদের প্রভু, যাঁহার দ্বারা আমরা তাঁহার নামের পক্ষে সকল জাতির মধ্যে বিশ্বাসের আজ্ঞাবহতার উদ্দেশে অনুগ্রহ ও প্রেরিতত্ব প্রাপ্ত হইয়াছি;" #রোমীয় ১:৪ -৬


আমাদের ঈশ্বর মানব যীশু খ্রীষ্ট মৃত্যুকে পরাজিত করে, জীবন্ত ঈশ্বর মানব বলে স্বপ্রকাশিত।


"কারণ খ্রীষ্টও এক বার পাপসমূহের জন্য দুঃখভোগ করিয়াছিলেন—সেই ধার্ম্মিক ব্যক্তি অধার্ম্মিকদের নিমিত্ত—যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। তিনি মাংসে হত, কিন্তু আত্মায় জীবিত হইলেন।" #পিতর ৩:১৮


“মৃত্যু জয়ে কবলিত হইল”। “মৃত্যু, তোমার জয় কোথায়? মৃত্যু, তোমার হুল কোথায়?” মৃত্যুর হুল পাপ, ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হউক, তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন।" #১করি ১৫: ৫৫-৫৭


যদি আমাদের ঈশ্বর মানব যীশু খ্রীষ্ট মৃত হন তাহলে তিনি কেমন করে দ্বিতীয় আগমন করবেন? আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআন ও হাদীস তো ঈসাকে জীবিত বলিয়া প্রচার করছেন, এবং তাঁর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছেন, তা হলে দাড়াইলো কি?  আমাদের ঈশ্বর মানব যীশু সত্যিই জীবন্ত তিনি মৃত নহেন।


সকল গৌরব ও প্রশংসা যুগপর্যায়ে যুগে যুগে একমাত্র তাঁরই - আমেন।

111 views0 comments

Comments


bottom of page